হোম > ছাপা সংস্করণ

সিরিয়ালে নারী বক্সারের গল্প

বিনোদন ডেস্ক

জি বাংলায় আসছে আরও এক নতুন ধারাবাহিক। নাম ‘ফুলকি’। এক নারী বক্সারের জীবনের গল্প নিয়ে লেখা হয়েছে ধারাবাহিকের চিত্রনাট্য। বক্সারের চরিত্রে অভিনয় করছেন দেবযানী মণ্ডল। মডেল হিসেবে নিয়মিত কাজ করেন দেবযানী, ফুলকি সিরিয়াল দিয়েই অভিনয়ে অভিষেক হচ্ছে তাঁর। এতে দেবযানীর বিপরীতে নায়ক হিসেবে দেখা যাবে সোমরাজ মাইতিকে।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে ফুলকির আগাম ঝলক। তাতে দেখা গেছে, একটি গ্রামের মাঠে ক্রীড়া প্রতিযোগিতা চলছে। মাইকে ঘোষণা করা হচ্ছে বিভিন্ন খেলার নাম। ঘোষণায় জানানো হয়, ক্রীড়া প্রতিযোগিতায় বক্সিংয়ে যে চ্যাম্পিয়ন হবে, সে পাবে ১০ হাজার টাকা। এ ঘোষণা শুনে মাঠের মাঝখান দিয়ে ছুটে আসছে ফুলকি। আয়োজকদের হাঁপাতে হাঁপাতে অনুরোধ করে, বক্সিংয়ের প্রতিযোগী হিসেবে তার নাম লিখে নেওয়ার জন্য।

আয়োজকেরা অবাক হয়। কারণ, একে তো ফুলকির হাঁপানি রোগ আছে, তার ওপর এমন লিকলিকে চেহারা। ছেলেদের সঙ্গে বক্সিংয়ে কীভাবে লড়বে সে? তারা ফুলকিকে পরামর্শ দেয়, অন্য কোনো খেলায় নাম দেওয়ার জন্য। আয়োজকদের ফুলকি বলে, সেরার পুরস্কারটি পেলে সে মায়ের ডায়ালাইসিস করাতে পারবে। টাকাটা তার প্রয়োজন। পেছন থেকে অন্য প্রতিযোগীরা তাকে তুচ্ছতাচ্ছিল্য করে।

তবে এতে দমে যায় না ফুলকি। স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, ‘গায়ের জোরে সবটা হয় না। স্বপ্ন আর জেদটাই আসল। একদিন আমি এই চেহারাতেই বক্সিং লড়ে দেখিয়ে দেব।’ এ সময় পাঁচিলে এক ঘুষি মেরে চলে যায়। পেছন থেকে হুড়মুড় করে ভেঙে পড়ে পাঁচিল। তা দেখে সবাই অবাক। দেবযানী মণ্ডল অভিনীত সিরিয়ালটি শিগগির দেখা যাবে জি বাংলায়।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন