হোম > ছাপা সংস্করণ

ফাইনালে মৌসুমের শেষ ডার্বি

ক্রীড়া ডেস্ক

প্রিমিয়ার লিগ আগেই নিশ্চিত হয়ে গেছে। আগামী ১০ জুন, ইস্তানবুলে প্রথম চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্নে ইন্টার মিলানের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। তার আগে আরেক শিরোপার হাতছানি পেপ গার্দিওলার শিষ্যদের সামনে। আজ ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে ১৪২তম এফএ কাপের ফাইনালে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে সিটিজেনরা।

১৯৯৮-৯৯ মৌসুমে ট্রেবল জিতেছিল রেড ডেভিলরা। একমাত্র ইংলিশ ক্লাব হিসেবে এক মৌসুমে প্রিমিয়ার লিগ ও এফএ কাপের পর ঘরে তুলেছিল চ্যাম্পিয়নস লিগ। এবার সেই সুযোগ রয়েছে সিটির। মৌসুমের শুরুতে ধীর পায়ে এগোলেও শেষদিকে এসে আর্সেনালের হৃদয় ভেঙে লিগ শিরোপা ধরে রেখেছে গার্দিওলার দল। স্প্যানিশ কোচের স্বপ্ন এখন পরের দুই ফাইনাল জয়ের।

দুর্দান্ত ফর্মে থাকা গার্দিওলার ‘তুরুপের তাস’ আর্লিং হালান্ডও ট্রেবল জয়ের জন্য নিজের সবটুকু নিংড়ে দিতে চান। ইতিহাদে নিজের প্রথম মৌসুমেই ইতিহাস গড়ার দিকে চোখ নরওয়েজীয় স্ট্রাইকারের, ‘ইতিহাস গড়া অবাস্তব মনে হতে পারে। তবে ট্রেবল জয়ের জন্য সবকিছু করার চেষ্টা করব। এটা আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন।’

ইংলিশ ফুটবলের সবচেয়ে পুরোনো প্রতিযোগিতা এফএ কাপের ফাইনালে এবারই প্রথম মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার শহরের দুই জায়ান্ট। সর্বশেষ দেখায় নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে সিটিকে ২-১ গোলে হারায় ইউনাইটেড। এর আগে সদ্য সমাপ্ত প্রিমিয়ার লিগে মৌসুমের প্রথম দেখায় সিটি ৬-৩ গোলে উড়িয়ে দেয় এরিক টেন হাগের শিষ্যদের।

লিগ শিরোপা দৌড়ে না থাকলেও পয়েন্ট তালিকার তিনে থেকে মৌসুম শেষ করেছে ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে নিজের প্রথম মৌসুমেই ওয়েম্বলিতে আরেক ঘরোয়া টুর্নামেন্ট ইএফএল কাপ জিতেছেন টেন হাগ। তবে সিটির বিপক্ষে ফাইনালের আগে ডাচ কোচের কপালে চিন্তার ভাঁজ। চোটে পড়া উইঙ্গার অ্যান্থনিকে না পাওয়ার সম্ভাবনায় বেশি তাঁর। গতকাল সংবাদ সম্মেলনে টেন হাগ জানিয়েছেন, অ্যান্থনি এখনো সুস্থ হয়ে ওঠেননি।

তবে ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তিতে আছেন গার্দিওলা। ব্রেন্টফোর্ডের বিপক্ষে হার দিয়ে লিগ শেষ করা সিটি ম্যাচটিতে পায়নি কেভিন ডি ব্রুইনা ও জ্যাক গ্রিলিশকে। গতকাল সংবাদ সম্মেলনে এ দুই তারকার ফেরার কথা জানিয়ে সিটি কোচ। তবে ওয়েম্বলিতে গোলপোস্টের নিচে থাকছেন না নিয়মিত গোলরক্ষক এডারসন। গার্দিওলা বলেছেন, ‘হ্যাঁ, ফাইনালে গোলরক্ষক ওর্তেগা (স্তেফান) খেলবে।’ 

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন