ক্রীড়া ডেস্ক
প্রিমিয়ার লিগ আগেই নিশ্চিত হয়ে গেছে। আগামী ১০ জুন, ইস্তানবুলে প্রথম চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্নে ইন্টার মিলানের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। তার আগে আরেক শিরোপার হাতছানি পেপ গার্দিওলার শিষ্যদের সামনে। আজ ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে ১৪২তম এফএ কাপের ফাইনালে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে সিটিজেনরা।
১৯৯৮-৯৯ মৌসুমে ট্রেবল জিতেছিল রেড ডেভিলরা। একমাত্র ইংলিশ ক্লাব হিসেবে এক মৌসুমে প্রিমিয়ার লিগ ও এফএ কাপের পর ঘরে তুলেছিল চ্যাম্পিয়নস লিগ। এবার সেই সুযোগ রয়েছে সিটির। মৌসুমের শুরুতে ধীর পায়ে এগোলেও শেষদিকে এসে আর্সেনালের হৃদয় ভেঙে লিগ শিরোপা ধরে রেখেছে গার্দিওলার দল। স্প্যানিশ কোচের স্বপ্ন এখন পরের দুই ফাইনাল জয়ের।
দুর্দান্ত ফর্মে থাকা গার্দিওলার ‘তুরুপের তাস’ আর্লিং হালান্ডও ট্রেবল জয়ের জন্য নিজের সবটুকু নিংড়ে দিতে চান। ইতিহাদে নিজের প্রথম মৌসুমেই ইতিহাস গড়ার দিকে চোখ নরওয়েজীয় স্ট্রাইকারের, ‘ইতিহাস গড়া অবাস্তব মনে হতে পারে। তবে ট্রেবল জয়ের জন্য সবকিছু করার চেষ্টা করব। এটা আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন।’
লিগ শিরোপা দৌড়ে না থাকলেও পয়েন্ট তালিকার তিনে থেকে মৌসুম শেষ করেছে ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে নিজের প্রথম মৌসুমেই ওয়েম্বলিতে আরেক ঘরোয়া টুর্নামেন্ট ইএফএল কাপ জিতেছেন টেন হাগ। তবে সিটির বিপক্ষে ফাইনালের আগে ডাচ কোচের কপালে চিন্তার ভাঁজ। চোটে পড়া উইঙ্গার অ্যান্থনিকে না পাওয়ার সম্ভাবনায় বেশি তাঁর। গতকাল সংবাদ সম্মেলনে টেন হাগ জানিয়েছেন, অ্যান্থনি এখনো সুস্থ হয়ে ওঠেননি।