Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

‘তথ্য-প্রযুক্তি ব্যবহার করে তরুণেরা স্বাবলম্বী হতে পারে’

নিজস্ব প্রতিবেদক, খুলনা

‘তথ্য-প্রযুক্তি ব্যবহার  করে তরুণেরা  স্বাবলম্বী হতে পারে’

তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম বলেছেন, তথ্য-প্রযুক্তি ব্যবহার করে তরুণেরা স্বাবলম্বী হতে পারে। তারা নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অন্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে। উগ্রপন্থা থেকে যুবসমাজকে সুরক্ষায় তথ্য প্রযুক্তি একটা বড় হাতিয়ার হতে পারে। তিনি গতকাল শনিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে পাঁচ শতাধিক তরুণ-তরুণীদের সমাগমে অনুষ্ঠিত সাব-ন্যাশনাল ইয়ুথ সামিটের প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, সরকার তথ্য প্রযুক্তি খাতকে বিশেষ অগ্রাধিকার দিয়ে অনেক প্রকল্প বাস্তবায়ন করছে। প্রধানমন্ত্রীর নির্দেশে যুবদের তথ্য-প্রযুক্তি জ্ঞানসমৃদ্ধ করার জন্য প্রায় প্রতিটি অঞ্চলে কাজ করা হচ্ছে। যাতে তথ্য প্রযুক্তিকে ইতিবাচক ব্যবহারের মাধ্যমে দেশের কল্যাণে কাজ করতে পারে এ জন্য যুবদের উদ্বুদ্ধ করার কাজ করতে হবে। আর এ জন্য সরকারের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি এবং সামাজিক সংগঠনকে ভূমিকা পালন করতে হবে।

বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর আয়োজিত এই সামিটে সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার, ইউএনডিপির প্রকল্প পরিচালক রবার্ট স্টয়েলম্যান, নর্দান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জহিরুদ্দিন, সরকারি বিএল কলেজের অধ্যক্ষ অধ্যাপক শরীফ আতিকুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন রূপান্তর-এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ