হিলি স্থলবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হিলিতে স্বাস্থ্যঝুঁকি বিবেচনা করে পরীক্ষার আগে এইচএসসি পরীক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান বলেন, ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু হচ্ছে। কিন্তু পরীক্ষার আগে টিকা দেওয়া হলে কোনো কারণে যদি অসুস্থ হয় তাহলে ওই শিক্ষার্থীর পরীক্ষায় প্রভাব পড়বে। সে কারণে তাঁদের টিকা দেওয়ার বিষয়টি স্থগিত করে পরীক্ষার পরে দেওয়ার সিদ্ধান্ত হয়।