শুক্রবার সাপ্তাহিক ছুটি ও শনিবার খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে টানা দুদিন বন্ধ দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানি। সেই সঙ্গে বন্ধ রয়েছে বন্দরের ভেতরের সব কার্যক্রম। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে পাসপোর্ট ভিসাধারী যাত্রীদের দেশে ফেরা কার্যক্রম চালু রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ আজকের পত্রিকাকে বলেন, শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে কাস্টমসের সব কার্যক্রম বন্ধ রয়েছে। সেই সঙ্গে শনিবার খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বড়দিন। এ দিনও সরকারি ছুটি থাকায় বন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। কাল রোববার সকাল থেকে বন্দর দিয়ে দুই দেশের পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম চালু হবে।