বিনোদন ডেস্ক
দুই বছর আগে একটি বিজ্ঞাপনের মডেল হয়েছিলেন তাহসান রহমান খান। তাতে জিঙ্গেল আকারে কিছু লাইনও গেয়েছিলেন তিনি। ‘কোনো এক ভোরে/ ধোঁয়া ওঠা চায়ের কাপে/ তোমার সাথে সকাল দেখব/ সেই তুমি কে’ লাইনগুলো তখন বেশ সাড়া পেয়েছিল।
সেই জিঙ্গেলকে এবার পূর্ণাঙ্গ গান আকারে নিয়ে আসছেন তাহসান। যার নাম দিয়েছেন ‘সেই তুমি কে’। গানটি লিখেছেন ও সুর করেছেন তাহসান। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। কক্সবাজারে গানের ভিডিওর শুটিং হয়েছে। ভিডিও বানিয়েছেন শাহরিয়ার পলক। এতে তাহসানের সঙ্গে মডেল হয়েছেন স্নিগ্ধা চৌধুরী। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে গানটি ইউটিউবসহ বিভিন্ন অ্যাপে প্রকাশ করা হবে।