সারা দেশের সঙ্গে গতকাল শুক্রবার একযোগে চট্টগ্রামেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরের ৬৪টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৬৪টি কেন্দ্রে ৫৪ হাজার ৮৯২ জন চাকরিপ্রার্থী অংশ নেওয়ার কথা থাকলেও ঠিক কতজন অংশ নিয়েছেন তা নিশ্চিত করে জানাতে পারেনি জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
এ সম্পর্কে জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, ‘চট্টগ্রামে ৬৪টি কেন্দ্রে ৫৪ হাজার ৮৯২ জন পরীক্ষার্থী অংশগ্রহণের কথা ছিল। এর মধ্যে কতজন পরীক্ষায় অংশ নিয়েছেন, আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। প্রতিটি কেন্দ্রের তথ্য হাতে পাওয়ার পর বিশ্লেষণ করে তারপর বলা যাবে কতজন পরীক্ষায় অংশ নিয়েছেন।’
তবে কয়েকজন পরীক্ষার্থী অভিযোগ করেছেন, গতকাল প্রথম ধাপের পরীক্ষায় প্রবেশপত্রের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ে কেন্দ্রে উপস্থিত না হওয়ায় একটি কেন্দ্রে শতাধিক পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশ নিতে সুযোগ দেওয়া হয়নি। খোঁজ নিয়ে জানা যায়, চট্টগ্রাম নগরের চকবাজার থানার কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে। সকাল সাড়ে ১০টার পর যারা ওই কেন্দ্রে গিয়েছেন তাদের কাউকে কেন্দ্রে ঢুকতে দেয়নি পুলিশ।
ভুক্তভোগী পরীক্ষার্থীরা জানান, পরীক্ষা শুরুর আগে সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে ম্যাজিস্ট্রেটের নির্দেশে পুলিশ গেট বন্ধ করে দেয়। এরপর যারা ওই কেন্দ্রে গিয়েছেন, তাদের কাউকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। একজন নারী পরীক্ষার্থী গেট টপকে কেন্দ্রে ঢুকে পড়লে তাঁকে টেনে হিঁচড়ে বের করে দেওয়া হয়। তাঁরা আরও জানান, একই সময় পাশের কেন্দ্র চট্টগ্রাম কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীদের ঢুকতে দেওয়া হয়েছে।
ভুক্তভোগী পরীক্ষার্থী সুজাতা দত্ত বলেন, ‘আমি ১০টা ৪০ মিনিটে কেন্দ্রে এসে দেখি, গেট বন্ধ করে দেওয়া হয়েছে। গেটের সামনে থাকা পুলিশ সদস্যদের বারবার অনুরোধ করার পরও তারা আমাকে কেন্দ্রে ঢুকতে দেয়নি। পরীক্ষা শুরুর ২০ মিনিট আগে এসেও ম্যাজিস্ট্রেটের স্বেচ্ছাচারিতার কারণে পরীক্ষা দিতে পারিনি।’
সুজাতা দত্ত বলেন, ‘আমি ঠিক সময়ে বাসা থেকে বের হয়েছিলাম। কিন্তু যানজটের কারণে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারিনি।’
এ সম্পর্কে জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, ‘মন্ত্রণালয় থেকে আমাদের সুস্পষ্ট নির্দেশনা ছিল পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে কেন্দ্রের গেট বন্ধ করে দিতে হবে। প্রবেশপত্রে পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে কেন্দ্রে ঢুকতে নির্দেশনা দেওয়া হয়েছিল। সে অনুযায়ী কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে গেট বন্ধ করার নির্দেশ দিয়েছেন। শুধু কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ নয়, ৬৪ কেন্দ্রের প্রতিটি কেন্দ্রের গেট আধা ঘণ্টা আগে বন্ধ করে দেওয়া হয়।
শহীদুল ইসলাম আরও বলেন, ‘আমরা মন্ত্রণালয় থেকে যেমন নির্দেশনা পেয়েছি, সেই অনুযায়ী পালন করেছি। আধা ঘণ্টা আগে গেট বন্ধ করার বিষয়ে মন্ত্রণালয় ভালো বলতে পারবে।’