তামাক চাষ নিয়ন্ত্রণে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় কৃষকদের মধ্যে বিনা মূল্যে সার ও ভুট্টাবীজ বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
গতকাল সোমবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে এসব সার ও বীজ বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা অলি হালদার। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহাদাৎ হোসেন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তোফায়েল আহম্মেদসহ বিভিন্ন ব্লকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১২০ জন কৃষকের মধ্যে ৩ হাজার ৬০০ কেজি ডিএপি ও এমওপি সার ও ২৪০ কেজি ভুট্টাবীজ বিতরণ করা হয়। এতে প্রতিজন কৃষকের মধ্যে ৩০ কেজি সার ও ২ কেজি ভুট্টাবীজ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা অলি হালদার জানান, কৃষি প্রণোদনার অংশ হিসেবে এসব সার ও বীজ বিতরণ করা হয়েছে। পাহাড়ে তামাক চাষ নিয়ন্ত্রণে এই প্রণোদনা সহায়ক ভূমিকা রাখবে। এ বছর ২৫০ বিঘা জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ভুট্টা চাষ পরিবেশের জন্য যেমন উপকারী তেমনি লাভজনক। ভবিষ্যতে আরও বড় পরিসরে ভুট্টা চাষের প্রকল্প নেওয়া হবে।