Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

সালমানের নায়িকা সামান্থা

বিনোদন ডেস্ক

সালমানের নায়িকা  সামান্থা

বলিউডের আঙিনায় এরই মধ্যে পা রেখেছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তাঁর প্রথম হিন্দি সিরিজ ‘সিটাডেল’-এর শুটিং শেষ হয়েছে, আছে মুক্তির অপেক্ষায়। এরই মধ্যে আরও একটি প্রজেক্টের গুঞ্জন শোনা যাচ্ছে। গতকাল পিঙ্কভিলা জানিয়েছে, নতুন একটি হিন্দি সিনেমায় যুক্ত হচ্ছেন সামান্থা। এতে তিনি জুটি বাঁধবেন বলিউড ভাইজান সালমান খানের সঙ্গে।

সামান্থা রুথ প্রভু। সংগৃহীতপরিচালক বিষ্ণুবর্ধনের সিনেমায় দেখা যাবে সালমান-সামান্থাকে। সিনেমাটি তৈরি হবে করণ জোহরের ধর্মা প্রোডাকশনস থেকে। সিনেমার নাম এখনো ঠিক হয়নি, আসেনি আনুষ্ঠানিক ঘোষণা। তবে বলিউডের অন্দরে ভেসে বেড়াচ্ছে সালমান ও সামান্থার এক ফ্রেমে আসার গুঞ্জন। সামান্থা ছাড়াও আনুশকা শেঠি ও তৃষা কৃষ্ণনেরও অভিনয়ের কথা শোনা যাচ্ছে এ সিনেমায়। পিঙ্কভিলা জানিয়েছে, সামান্থার সঙ্গে এরই মধ্যে কয়েক দফা কথাবার্তা হয়েছে পরিচালক বিষ্ণুবর্ধনের। সব ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই আসতে পারে বড় ঘোষণা।

সামান্থা রুথ প্রভু। সংগৃহীত১ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে সামান্থা অভিনীত তেলুগু সিনেমা ‘কুশি’। বিজয় দেবরাকোন্ডার বিপরীতে এ সিনেমায় ভালোই চমক দেখিয়েছেন সামান্থা। এ মুহূর্তে কুশির সাফল্য উদ্‌যাপন করছেন অভিনেত্রী। সিটাডেলের শুটিং শেষ করে ছয় মাসের বিরতির ঘোষণা দিয়েছেন তিনি। জানিয়েছেন, আগামী ছয় মাস কোনো শুটিং করবেন না। অনেক দিন ধরে মায়োসাইটিস নামে বিরল রোগে ভুগছেন সামান্থা। চিকিৎসা চলছে। এই ছয় মাসে সব কাজ থেকে দূরে থেকে শুধু স্বাস্থ্যের দিকে মনোযোগ দেবেন অভিনেত্রী। সামান্থা জানিয়েছেন, বিরতি থেকে ফিরে আগামী বছরের শুরুতে কয়েকটি বড় ঘোষণা দেবেন। ধারণা করা হচ্ছে, সালমান-সামান্থা জুটির সিনেমার ঘোষণাও আসতে পারে তখন।

সালমান খান। সংগৃহীতঅন্যদিকে সালমান খান ব্যস্ত আছেন ‘টাইগার ৩’ নিয়ে। আগামী ১০ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি। এতে একটি বিশেষ দৃশ্যে দেখা যাবে শাহরুখ খানকে। কয়েক দিনের মধ্যেই সেই দৃশ্যের শুটিংয়ে যোগ দেবেন শাহরুখ। এ দুজনকে নিয়ে আরেকটি সিনেমার ঘোষণাও এসেছে। ‘টাইগার ভার্সাস পাঠান’ নামের ওই সিনেমার শুটিং শুরু হবে আগামী বছরের মার্চে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ