Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

সাত যন্ত্রের মধ্যে চারটি এখনো দেয়নি সহজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাত যন্ত্রের মধ্যে চারটি এখনো দেয়নি সহজ

শর্ত পূরণ না করায় বাংলাদেশ রেলওয়ের ই-টিকিট সেবাদানকারী প্রতিষ্ঠান সহজ ডটকমকে আর্থিক জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। গতকাল রোববার জাতীয় সংসদ ভবনে রেলপথ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। 

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকের কার্যবিবরণী থেকে জানা গেছে, কমিটির আগের বৈঠকে সহজ ডটকম নিয়ে আলোচনা হয়েছিল। পরে সহজ ডটকমের কী পরিমাণ যন্ত্রাংশ স্থাপনের কথা ছিল এবং কী পরিমাণ স্থাপন করেছে, তা কমিটিকে জানাতে বলা হয়। একই সঙ্গে দুই মাসের মধ্যে যন্ত্র স্থাপনে ব্যর্থ হলে চুক্তি বাতিলের সুপারিশ করা হয়। গতকালের বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিবেদন দেওয়া হয়। 

ওই প্রতিবেদনে বলা হয়, সাতটি যন্ত্র ও সফটওয়্যার স্থাপনের কথা থাকলেও সহজ ডটকম দিয়েছে মাত্র দুটি। ১৫০টি স্টেশনে কম্পিউটারাইজড টিকিট ব্যবস্থা করার কথা থাকলেও করা হয়েছে ৩০টিতে। বাকি চারটি যন্ত্র-টিকিট ভেন্ডিং মেশিন, জায়ান্ট স্ক্রিন ডিসপ্লে, সার্ভিস কিয়স্ক এবং জিপিএস ট্রেন ট্র্যাকার এখনো সরবরাহ সম্পূর্ণ করেনি। তবে যন্ত্রগুলো সরবরাহের জন্য প্রস্তুত রাখা হয়েছে। 
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব শর্তে ডেমো ট্রেন আমদানি করা হয়েছিল, তার যথাযথ বাস্তবায়ন না হয়ে থাকলে সরবরাহকারী প্রতিষ্ঠানকে কালোতালিকাভুক্ত করা এবং সহজ ডটকম রেলপথ মন্ত্রণালয়ের সঙ্গে সম্পাদিত চুক্তি মোতাবেক সব শর্ত পূরণ না করায় প্রতিষ্ঠানটিকে আর্থিক জরিমানাসহ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে কমিটি। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, রেলওয়ের মোট জমি, অবৈধ দখল হওয়া জমি, নিজেদের ব্যবহারে লাগা জমির পরিমাণের তথ্য চেয়েছিল সংসদীয় কমিটি। গতকালের বৈঠকে এ-সংক্রান্ত প্রতিবেদনে রেলওয়ে জানায়, রেলের মোট ভূমি আছে ৬১ হাজার ৮২১ একরের কিছু বেশি। এর মধ্যে ৩০ হাজার ২৮৬ একর রেলের কাজে ব্যবহৃত হচ্ছে। এখন পর্যন্ত ৮ হাজার ৪৬৮ একর জমি দখলমুক্ত করা হয়েছে। এখনো অবৈধ দখলে রয়েছে ৬ হাজার ৭২৭ দশমিক ৫০৮ একর। 

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি