বান্দরবানে আরও দশ কিলোমিটার রাস্তা নির্মাণ করবে সড়ক বিভাগ। ইতিমধ্যে নতুন রাস্তা করার জন্য মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়া গেছে। শিগগিরই দরপত্র (টেন্ডার) আহ্বান করা হবে বলে বান্দরবান সড়ক বিভাগ সূত্রে জানা গেছে। এই সড়ক নির্মাণ হলে জেলার অভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রে গতি আসবে বলে আশা করা হচ্ছে।
সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর থেকে আশারতলী হয়ে আমতল পর্যন্ত নতুন ১০ কিলোমিটার পিচ ঢালাই সড়ক হবে। তবে মাঝখানে কিছু অংশ আরসিসি ঢালাই (রিজিট) করার পরিকল্পনা রয়েছে।
বান্দরবান সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী ও প্রাক্কলনকারী (ইস্টিমিটার) মো. শরীফুজ্জামান বলেন, ইতিমধ্যে নাইক্ষ্যংছড়ি সদর থেকে আমতলী পর্যন্ত ১০ কিলোমিটার দীর্ঘ পিচ ঢালাই সড়ক নির্মাণকাজের জন্য মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়া গেছে। ১২ ফুট প্রশস্ত ওই সড়কের জন্য প্রায় ১০ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে।
উপসহকারী প্রকৌশলী বলেন, শিগগিরই নতুন সড়ক নির্মাণকাজের দরপত্র আহ্বান করা হবে। দরপত্রের প্রক্রিয়া শেষে সড়ক নির্মাণের কার্যাদেশ দেওয়া হবে। তিনি বলেন, নাইক্ষ্যংছড়ি থেকে আমতলী পর্যন্ত সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ পথে পিচ ঢালা সড়ক হলে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত এ মানুষ এর সুবিধা ভোগ করতে পারবে। এলাকায় উৎপাদিত সবজি, ফসল কম সময়ে ও কম খরচে পরিবহনের সুযোগ সৃষ্টি হবে।