পুঁজিবাজারে দরপতন চলছে। আগের সপ্তাহের ধারাবাহিকতায় চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসেও দরপতন হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর কমেছে। ফলে পতন হয়েছে সবকটি মূল্যসূচকের।
দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭২ পয়েন্ট কমে ৬ হাজার ৬২৯ পয়েন্টে নেমে গেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ ১৪ পয়েন্ট কমে ১ হাজার ৪০৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেন হয়েছে ৮৮৫ কোটি ৬১ লাখ টাকা। সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ২৬১ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৫৮ কোটি ১৮ লাখ টাকা।