ঘাটাইলে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর ফোন করে পুলিশকে খবর দিয়েছেন তাঁর স্বামী। গত শনিবার রাতে উপজেলার পণ্ডিতকাছড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী আমিনুল ইসলামকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, আমিনুল দেওপাড়া ইউনিয়নের পণ্ডিতকাছড়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন সৌদি আরব প্রবাসী ছিলেন। দুই বছর আগে দেশে আসেন। দেড় বছর আগে মমরেজ গলগণ্ডা গ্রামের মুন্নাফ মিয়ার মেয়ে মিনারা বেগমকে (২২) তিনি বিয়ে করেন। বর্তমানে তিনি অটোরিকশা চালান।
প্রতিবেশী সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকে মিনারার সঙ্গে তার শ্বশুর-শাশুড়ি ও ননদের কথা-কাটাকাটি হতো। গত শনিবার সকাল থেকে বাড়িতে শ্বশুর-শাশুড়ির সঙ্গে তাঁর ঝগড়া চলছিল। সন্ধ্যায় আমিনুল বাড়ি আসলে তাঁরা মা-বাবা মিনারার বিরুদ্ধে নালিশ দেন। রাতে খাবারের পর এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।
স্ত্রীর লাশের পাশে বসে আমিনুল থানায় ফোন করে বলেন, ‘আমি আমার স্ত্রীকে হত্যা করেছি। আপনারা এসে আমাকে নিয়ে যান।’ খবর পেয়ে ঘাটাইল থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়।
গতকাল মিনারার বাবা বাদী হয়ে ঘাটাইল থানায় হত্যা মামলা করেন। এ ব্যাপারে মিনারার বাবা মুন্নাফ আলী বলেন, আমিনুল ও তাঁর বাবা-মা আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।
ওসি মো. আজহারুল ইসলাম সরকার বলেন, মিনারার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আমিনুলকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।