দেবিদ্বার প্রতিনিধি
দেবিদ্বারে জাতীয় কৃমিনাশক সপ্তাহ-২০২১ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার ৩৬ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ ইকবাল হোসেন। আগামী শুক্রবার পর্যন্ত এ সপ্তাহ চলবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আহাম্মদ কবীর, প্রধান শিক্ষক মোসা. রাহেলা মজুমদারসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুকে এবং মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ থেকে ১৬ বছর বয়সী শিশুকে ১ ডোজ মেবেন্ডাজল ৫০০ মিগ্রা কৃমিনাশক ওষুধ ভরা পেটে খাওয়ানো হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আহাম্মদ কবীর বলেন, কৃমিনাশক ওষুধ বিনা মূল্যে খাওয়ানো হবে। একই সঙ্গে কৃমির পুনঃসংক্রমণ রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্য সম্মত শৌচাগার ব্যবহার সম্পর্কে প্রচার চালানো হবে। এতে ভবিষ্যতে শিশুরা কৃমিসহ অন্যান্য পরজীবীবাহিত রোগ থেকে পরিত্রাণ পাবে।