পঞ্চগড় সদর উপজেলায় মাদ্রাসার দুই ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রোববার বিকেলে ওই শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
শনিবার রাতে ভুক্তভোগীদের মধ্যে এক ছাত্রের বাবা বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় একটি মামলা করেন।
অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আবু বক্কর সিদ্দিকের বাড়ি পঞ্চগড়ের সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নর দক্ষিণ জিন্নাতপাড়া এলাকায়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া দুই মাদ্রাসার ছাত্রকে ধর্ষণের ঘটনায় মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তাররে বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বৃহস্পতি ও শুক্রবার ধর্ষণের ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া ওই মাদ্রাসা শিক্ষককে রোববার আদালতের হাজির করা হলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।