মহামারি পরবর্তী সময়ে এসএমই গ্রাহকসেবা নিশ্চিতকরণে এবং অন্যান্য ব্যাংকিং সেবাসংক্রান্ত প্রচারণা জোরদার করার লক্ষ্যে তিন দিনব্যাপী রোড শো কর্মসূচির আয়োজন করেছে প্রাইম ব্যাংক। প্রাইম ব্যাংকের এমএসএমই ব্যাংকিং বিভাগের প্রধান, সৈয়দ এম ওমর তৈয়বের নেতৃত্বে ব্যাংকের প্রধান কার্যালয় এবং ব্রাঞ্চের কর্মকর্তাবৃন্দ রাজধানীতে ব্যবসায়ী ও অ্যাসোসিয়েশন নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন।