Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

সংখ্যালঘু ভোটারদের হুমকির অভিযোগ

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সংখ্যালঘু ভোটারদের হুমকির অভিযোগ

নাটোরের সিংড়ায় ডাহিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সংখ্যালঘু ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের প্রার্থী মামুন সিরাজুল মজিদের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। গতকাল রোববার দুপুরে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান এম এম আবুল কালাম।

এ বিষয়ে সংখ্যালঘু নেতা ভূপতী কুমার ঘোষ বলেন, শুক্রবার সন্ধ্যায় তাঁর বাড়িতে গিয়ে হাত-পা কেটে নেওয়ার হুমকি দিয়েছেন ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলামসহ নৌকার কয়েকজন কর্মী-সমর্থক।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় বিয়াশ বাবুপাড়া ও মিস্ত্রিপাড়ায় গিয়ে নৌকার প্রার্থীর কর্মীরা সংখ্যালঘু ভোটারদের হুমকি দেন। এ সময় তাঁরা ঘোড়া প্রতীকে ভোট দিলে দেশে থাকতে পারবেন না বলে তাঁদের হুমকি দেওয়া হয়। সাইফুল ইসলাম, শহিদুল ও মাহাফুজসহ নৌকার প্রতীকের ১০ থেকে ১৫ কর্মী-সমর্থক এ সময় উপস্থিত ছিলেন।

বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান এম এম আবুল কালাম অভিযোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, নৌকার সমর্থকেরা সংখ্যালঘুদের কেন্দ্রে না যেতে হুমকি দিচ্ছেন।

তবে সাইফুল ইসলাম বলেন, ‘সংখ্যালঘুদের হুমকির বিষয়টি সঠিক নয়। তবে ওই তারিখে নৌকার প্রার্থীর কর্মী সভায় সংখ্যালঘু কয়েকজনের নাম উল্লেখ করে আমি বক্তব্য দিয়েছিলাম। সেখানে শুধু সংখ্যালঘু নেতাদের নৌকার পক্ষে ফিরে আসতে বলেছিলাম।’

এ বিষয়ে নৌকার প্রার্থী মামুন সিরাজুল মজিদ বলেন, ‘বর্তমান চেয়ারম্যান নৌকা না পেয়ে আমার বিরুদ্ধে নানা অপপ্রচার করছেন।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আমিনুর রহমান বলেন, আচরণবিধি লঙ্ঘন ও ভোটারদের হুমকির বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্তের জন্য অভিযোগটি থানায় পাঠানো হয়েছে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ