বিনোদন প্রতিবেদক, ঢাকা
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে নতুন শো শুরু করলেন উপস্থাপক ও সংগীত পরিচালক তানভীর তারেক। শোয়ের নাম ‘সমকালীন বাংলাদেশ’। উত্তর আমেরিকাভিত্তিক অনলাইন টিভি চ্যানেল এটিভি ইউএসএর জন্য এই শো করছেন তিনি।
নতুন এই অনুষ্ঠান নিয়ে তানভীর তারেক বলেন, ‘এটিভি ইউএসএ চ্যানেলের নিয়মিত দুটি শো গ্রন্থনা ও উপস্থাপনা করছি। তার একটি সমকালীন বাংলাদেশ। অনুষ্ঠানটি মূলত বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশাজীবীদের সঙ্গে আলোচনা। আমরা পজিটিভ বাংলাদেশ ক্যাম্পেইনটা করতে চাই এই অনুষ্ঠান দিয়ে। নানান শঙ্কা, হতাশা, সংকট থাকবেই। কিন্তু এর ভেতর থেকে উত্তরণের পথ খোঁজার চেষ্টা করব আমরা।’
তানভীর জানান, এর মধ্যে প্রচার হয়েছে সমকালীন বাংলাদেশের দুটি পর্ব। প্রথম পর্বে অতিথি ছিলেন নির্মাতা খিজির হায়াত খান, অভিনেত্রী-সংগঠক দিলরুবা ইয়াসমিন রুহী ও নির্মাতা-অ্যাকটিভিস্ট ইমেল হক। দ্বিতীয় পর্বে অতিথি ছিলেন রাজনীতিবিদ ববি হাজ্জাজ ও সাংবাদিক-লেখক আহসান কবির। তৃতীয় পর্বের আলোচনায় অংশ নেবেন কণ্ঠশিল্পী আসিফ আকবর ও নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক গীতিকবি লতিফুল ইসলাম শিবলী।
এটিভি ইউএসএর কর্ণধার আকাশ রহমান বলেন, ‘আমরা গতানুগতিক চ্যানেলের মতো করে এটিভি ইউএসএ চ্যানেলটি সাজাচ্ছি না। সে কারণেই তানভীর তারেক ভাইয়ের অনুষ্ঠানসহ একাধিক গুণী ব্যক্তিকে নিয়ে অনুষ্ঠান নির্মাণ করছি। অল্প সময়েই ভালো সাড়া পেয়েছি এই অনুষ্ঠান দিয়ে।’