Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বন্ধেও চলবে ট্রেন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বন্ধেও চলবে ট্রেন

আসন্ন ঈদুল আজহায় যাত্রীদের সুবিধার্থে ছয় জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। একইসঙ্গে ১-৫ জুলাই পর্যন্ত অগ্রিম টিকিট দেওয়া হবে। বাতিল করা হয়েছে ট্রেনের বন্ধের শিডিউলও।

রেলওয়ে সূত্র জানায়, ৬ জোড়া যেসব স্পেশাল ট্রেন চলাচল করবে তা হলো ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটের দেওয়ানগঞ্জ স্পেশাল, চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চাঁদপুর স্পেশাল, একই রুটে চাঁদপুর স্পেশাল-২, জয়দেবপুর-পঞ্চগড়-জয়দেবপুর রুটে পঞ্চগড় স্পেশাল, ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটের সোলাকিয়া স্পেশাল-১ এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে সোলাকিয়া স্পেশাল-২।

এর মধ্যে দেওয়ানগঞ্জ স্পেশাল ও চাঁদপুর স্পেশাল ১ ও ২ ঈদের তিন দিন আগে এবং ঈদের পরের দিনসহ ৫ দিন চলাচল করবে। পঞ্চগড় স্পেশাল ঈদের তিন দিন আগে ও পরের চার দিন চলাচল করবে। সোলাকিয়া স্পেশাল-১ এবং ২ ঈদের দিন চলাচল করবে।

ফিরতি টিকিট বিক্রির তারিখও নির্ধারণ করেছে রেল প্রশাসন। আগামী ৭ থেকে ১১ জুলাই পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি করা হবে। ৭ জুলাই দেওয়া হবে ১১ জুলাইয়ের টিকিট, ৮ জুলাই ১২ জুলাইয়ের, ৯ জুলাই ১৩ জুলাইয়ের এবং ১১ জুলাই দেওয়া হবে ১৪ ও ১৫ জুলাইয়ের টিকিট।

টিকিট কালোবাজারি রোধে ভ্রাম্যমাণ আদালত ঈদে অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ৪০টি ও সৈয়দপুর ওয়ার্কশপ থেকে ২৭টিসহ মোট ৬৭টি কোচ অন্তর্ভুক্ত করা হবে ট্রেনে। এ ছাড়া পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে ২১৩টি ইঞ্জিন ট্রেনে ব্যবহারের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

বন্ধেও চলবে ট্রেনপূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন বলেন, ঈদে যাত্রীরা যাতে নিরাপদে বাড়িতে যেতে পারে, সেটি নিশ্চিত করা আমাদের লক্ষ্য।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ