বিনোদন প্রতিবেদক, ঢাকা
গতকাল ছিল টালিউড অভিনেতা জিতের জন্মদিন। জন্মদিনের সন্ধ্যায় যে বড় ঘোষণাটি দিলেন তিনি, তার আঁচ এসে লাগল বাংলাদেশেও। ‘মানুষ’ নামের একটি সিনেমায় অভিনয় করবেন তিনি। তৈরি হবে জিতের প্রযোজনা প্রতিষ্ঠান জিৎ ফিল্মওয়ার্কস প্রাইভেট লিমিটেড থেকে। সিনেমাটি পরিচালনা করবেন বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমদ্দার।
‘যে শহরে টাকা ওড়ে’, ‘পলিটিক্স’, ‘অপরূপা’, ‘শিকল’সহ অসংখ্য নাটক বানিয়ে পরিচিতি পেয়েছেন সঞ্জয়। তাঁর বানানো বেশ কিছু ওয়েব কনটেন্টও উপভোগ করেছেন দর্শক।
এই প্রথম তিনি নাম লেখালেন সিনেমায়। আর প্রথম কাজেই পেয়ে গেলেন জিতকে। নির্মাতা সঞ্জয় সমদ্দার বলেন, ‘সিনেমাটি নিয়ে অনেক দিন ধরেই জিতের সঙ্গে আমার আলোচনা চলছিল। এটি টালিউডের সিনেমা। দাদা গল্পটি খুব পছন্দ করেছেন।’