হোম > ছাপা সংস্করণ

নির্বাচন বর্জনের লিফলেট দিলে ধরে হাত কেটে ফেলবেন: তাড়াশে আ.লীগ নেতা

সিরাজগঞ্জ প্রতিনিধি

নেতা বললেন, ‘আমি বলে যাই, যদি এ ধরনের রাজাকার-আলবদর-বিএনপির লোক লিফলেট দিয়ে বলে নির্বাচনে যায়েন না, তাদের ধরেন। হাত কেটে ফেলবেন। ডাইরেক্ট অর্ডার।’ তখন নেতা-কর্মীরা ‘ঠিক, ঠিক’ বলে চিৎকার করে ওঠেন।

নির্বাচনী মতবিনিময় সভায় এ নির্দেশ দেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব। গত শনিবার রাতে মাধাইনগর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে নৌকার প্রার্থী আব্দুল আজিজের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দলীয় নেতা-কর্মীদের মতবিনিময় সভায় তিনি এ বক্তব্য দেন। তাঁর এ বক্তব্যের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে হাবিবুর রহমান হাবিবকে আরও বলতে শোনা যায়, ‘আপনি নির্বাচনে আসবেন না, কথাও বলবেন না, মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের বারবার ডাকছেন, আসেন, নির্বাচন করেন। ভালো লাগে না। নির্বাচনে যাবেন না। বাধা দেওয়ার চেষ্টা করছেন। এই বাংলাদেশ নস্যাৎ করা ও অর্থনীতি থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করেছে। খাম্বা বানাইয়া আমেরিকায় বসে আছেন। আপনারা কি করেছেন, দেশের মানুষ জানে।’

এ বক্তব্যের বিষয়ে জানতে চাইলে মাধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব বলেন, ‘রাতে দলীয় নেতা-কর্মীদের নিয়ে মতবিনিময় সভা করেছি। সেখানে আমি বক্তব্য দিয়েছি। মতবিনিময় সভাটি ছিল গোপনীয়। নেতাদের বক্তব্য ভাইরাল করলেই মনে করে নেতা হওয়া যায়।’

তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার বলেন, ইউপি চেয়ারম্যানের বক্তব্য তাঁর ব্যক্তিগত। এতে দলের কোনো সম্পৃক্ততা নেই, দলের কোনো নির্দেশনা নেই।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বলেন, ‘আওয়ামী লীগ নেতার বক্তব্য আমি শুনেছি। আওয়ামী লীগের নেতারা এ ধরনের বক্তব্য দেবেন, এটাই স্বাভাবিক। কারণ তাঁদের নেতা-নেত্রীরা বলেন, যে হাত দিয়ে আগুন দেওয়া হবে, সেই হাত পুড়িয়ে ফেলা হবে। তাদের এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা জানাই। আমাদের ভোট বর্জনের অধিকার রয়েছে। দেশের মানুষ এ নির্বাচন প্রত্যাখ্যান করেছেন। বিএনপি ভোট বর্জনের যে আহ্বান জানিয়েছে, তাতে দেশের মানুষ সাড়া দিয়েছেন, বিএনপির দাবির সঙ্গে একমত হয়েছেন।’

এই আসনের নৌকার প্রার্থী আব্দুল আজিজ বলেন, ‘ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবের বক্তব্য আমি শুনিনি। যদি তিনি বলে থাকেন তাহলে হয়তো স্লিপ অব টাং। এটা তাঁর ব্যক্তিগত বক্তব্য।’ তিনি বলেন, ‘বিএনপি যা করছে সেটা ঠিক নয়। ভোট দেওয়া যার যার গণতান্ত্রিক অধিকার। ভোটাররা নিজে সিদ্ধান্ত নেবেনম তাঁরা ভোটকেন্দ্রে যাবেন কি না। দেশের মানুষ ভোট দেওয়ার জন্য অপেক্ষায় আছেন, সেখানে বাধা দিচ্ছে বিএনপি।’ 

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন