নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জে কিশোরীদের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় নবাবগঞ্জ সরকারি বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ সোম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা পারুল বেগম ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন।