হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শ্যামাপূজা ও দীপাবলি আগামীকাল সোমবার। অশুভ শক্তি দূর করতে চারদিকে আলোকিত করতে দীপাবলিতে সন্ধ্যায় ও রাতে হিন্দু সম্প্রদায়ের প্রতিটি বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে জ্বালানো হয় প্রদীপ।
দীপাবলি উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে মাটির তৈরি প্রদীপ বেচাকেনার ধুম পড়েছে। একসময় এই মাটির প্রদীপের ব্যাপক প্রচলন থাকলেও বর্তমানে ইলেকট্রনিক মরিচ বাতির ব্যবহার বেড়েছে।
ফুলবাড়ী পৌর এলাকার পাল পাড়া গ্রামের অশোক কুমার পাল বলেন, ‘শ্যামাপূজা ও দীপাবলি উপলক্ষে প্রতিবছর মাটির দিয়াড়ি (প্রদীপ) তৈরি ও বিক্রি করি। এবার ৫ হাজার দিয়াড়ি তৈরি করেছি। ১০০টি দিয়াড়ি ১০০ থেকে ২০০ টাকায় বিক্রি হয়। তবে বর্তমানে ইলেকট্রনিক মরিচ বাতির কারণে মাটির প্রদীপ বিক্রি কিছুটা কমেছে।’
ফুলবাড়ী পৌর বাজারে মাটির তৈরি প্রদীপ কিনতে আসা রিতা রানী রায় বলেন, ‘আমি ১০০টি দিয়াড়ি কিনেছি। আগামীকাল সোমবার সন্ধ্যায় এই দিয়াড়িতে তেল দিয়ে তুলা কিংবা কাপড়ের সলতে বানিয়ে প্রদীপ জ্বালাব।’
ফুলবাড়ী কেন্দ্রীয় কালীমন্দিরের পুরোহিত সুধামা উপাধ্যায় জানান, ‘এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের ফিরে আসা এবং সব অশুভ শক্তিকে বিনাশ করে আলোয় আলোময় করতে এই প্রদীপ জ্বালানো হয়। প্রতিবছরের মতো এবারও নানা আয়োজনের মধ্য দিয়ে শ্যামাপূজা ও দীপাবলি উদ্যাপন করা হবে।’