মুন্সিগঞ্জের গজারিয়ায় টেঙ্গারচর ইউনিয়নের ভাটেরচর বাসস্ট্যান্ডে হাজী রাজা প্লাজা মার্কেটে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে দুটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
মার্কেটের মালিকের ছোট ভাই গোলাম মোস্তফা বলেন, রাত সাড়ে ১০টার দিকে মার্কেটের সুকেনের কনফেকশনারি দোকানে আগুন লাগে। সঙ্গে সঙ্গে মার্কেট থেকে একজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। তারা এসে প্রায় ৪০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সুমন বলেন, ‘প্রথমে আমরা কয়েকজন মিলে বালতিতে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করি। পরে ভবেরচর থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।’
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে দোকান পুড়ে যাওয়ায় তাদের ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
পুড়ে যাওয়া ১টি দোকানের মালিক সুকেনের স্ত্রী বলেন, ‘আমার কনফেকশনারি দোকানে নগদ টাকা ফ্রিজসহ প্রায় ৩ লাখ টাকার পণ্য ছিল। আমার স্বামী গত বছর মারা যায়। আমি এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করি, আমার সব শেষ। ধারণা করা হচ্ছে, কেউ এ আগুন লাগিয়েছে।’
গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক জানান, ৪০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে আগুনের সূত্রপাত তদন্তের পর বলা যাবে।