কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
কুলাউড়া উপজেলায় ‘ফাইজা’র শীতাতপ নিয়ন্ত্রিত টিকাকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ টিকাকেন্দ্রের উদ্বোধন করা হয়। এদিন টিকা নেন ৬০০ গ্রহীতা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, চলতিমাস থেকে উপজেলায় করোনারভাইরাসের ‘ফাইজা’র টিকা দেওয়া শুরু হয়। এ টিকা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে সংরক্ষণ রাখতে হয়। কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতাতপ নিয়ন্ত্রিত টিকা কেন্দ্র না থাকায় ফাইজার টিকা দেওয়া সম্ভব হয়নি। বিকল্প হিসেবে পৌর শহরের উছলাপাড়ায় একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে অস্থায়ী কেন্দ্রে ‘ফাইজা’র টিকা দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফেরদৌস আক্তার জানান, ‘উপজেলা হাসপাতালের টিকাকেন্দ্রে শীতাতপ নিয়ন্ত্রিত ছিল না। এ জন্য আমরা বাইরের একটি অস্থায়ী কেন্দ্রে টিকা কার্যক্রম চালিয়েছি। এখন থেকে হাসপাতালে এ টিকা দিতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম ফরহাদ চৌধুরী বলেন, ভোগান্তি কমাতে হাসপাতালের টিকাকেন্দ্র শীতাতপ নিয়ন্ত্রিত করার উদ্যোগ নিই।