কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদের সদস্য ও ৫ জানুয়ারির নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডে সদস্য পদপ্রার্থী আইয়ুব আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি শনিবার রাত ৯টার দিকে কানাইঘাট বাজারে একটি রেস্তোরাঁর সামনে হঠাৎ পড়ে যান। আশপাশের মানুষ তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আইয়ুব আলীর বাড়ি উপজেলার নিজ গবিন্দপুর গ্রামে। গতকাল রোববার আছর নামাজের পর নিজ গবিন্দপুর গ্রামের মসজিদ মাঠে জানাজা শেষে গ্রামের পঞ্চায়েতী কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।