আসছে ঋতাভরী চক্রবর্তীর নতুন সিনেমা ‘ফাটাফাটি’। এক স্থূলকায় বা প্লাস সাইজ মডেলের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। এতে ঋতাভরীর নায়ক আবির চট্টোপাধ্যায়। শনিবার মুক্তি পেয়েছে সিনেমার প্রথম গান ‘জানি অকারণ’। এ গানে আবির ও ঋতাভরীর রসায়ন মন কেড়েছে দর্শকদের। গানটি পছন্দ করার জন্য ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্ট করে দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন ঋতাভরী। সেই সঙ্গে জানিয়েছেন, এ সিনেমায় অভিনয়ের জন্য তাঁকে ২৫ কেজি ওজন বাড়াতে হয়েছিল। সিনেমার জন্য ওজন বাড়ানো নতুন ঘটনা নয়। তবে টালিউডে এমনটা আগে বিশেষ দেখা যায়নি।
ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করে নিজের ভোলবদলের এই সফরের কথা জানিয়েছেন ঋতাভরী। তিনি লিখেছেন, ‘এই প্রথমবার আমি একটি বিশাল বড় শারীরিক বদলের মধ্য দিয়ে গেলাম। আমার সার্জারির পর (প্রসঙ্গত ২০২১ সালে তাঁর একটি সার্জারি হয়) আমার প্রায় ৭ কিলো ওজন বেড়ে গিয়েছিল। দীর্ঘ ৬ মাস শয্যাশায়ী ছিলাম। এরপর দুটো সিনেমার কাজ আসে। আমাকে আবার আগের চেহারায় ফিরতে হয়। তখন ওজন কমাই। এরপর ফাটাফাটির অফার আসে। আর এই স্ক্রিপ্ট সবকিছু পাল্টে দেয়।’
ফাটাফাটি সিনেমার জন্য আবারও ওজন বাড়ান তিনি। ঋতাভরী লিখেছেন, ‘আমি যখন স্ক্রিপ্ট শুনি, বুঝে গিয়েছিলাম যে এই ডাবল এক্সএল মডেলের চরিত্রে অভিনয়ের জন্য আবার আমাকে ওজন বাড়াতে হবে। আমাকে অন্য সব সিনেমার অফারও হারাতে হবে তত দিন পর্যন্ত, যত দিন না আবার ওজন কমাচ্ছি। তবে কিছু কিছু গল্প থাকে, যার জন্য এত ত্যাগ স্বীকার করা যায়।’ এ সিনেমার গল্পে বডি শেমিংয়ের বিপক্ষে সরব হতে দেখা যাবে ঋতাভরীকে। অসুস্থতার কারণে ওজন বাড়ার পর বাস্তবজীবনেও তাঁকে এ ধরনের নেতিবাচক কথাবার্তা শুনতে হয়েছে।
ঋতাভরী বলেন, ‘আমি সব সময় বডি শেমিংয়ের বিপক্ষে ছিলাম। এ সিনেমায়ও সেই সব পুরুষ বা নারীর হয়ে কথা বলার সুযোগ পেয়েছি। আমি যেহেতু স্মল, মিডিয়াম, লার্জ, ডাবল এক্সএল—সব ধরনের আকারেই ছিলাম, তাই জানি যে বাইরে আপনি কেমন দেখতে সেটার চেয়ে গুরুত্বপূর্ণ আপনার ভেতরটা কেমন।’
অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘ফাটাফাটি’ সিনেমাটি মুক্তি পাবে আগামী ১২ মে।