বিনোদন প্রতিবেদক, ঢাকা
আজ বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে সাইকোলজিক্যাল হরর সিনেমা ‘অরফান: ফার্স্ট কিল’। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমায় মুক্তি পাবে সিনেমাটি। ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘অরফান’ সিনেমার প্রিকুয়েল এটি। উইলিয়াম ব্রেন্ট বেল পরিচালিত এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইসাবেল ফারম্যান, জুলিয়া স্টাইলস, রসিফ সাদারল্যান্ড, জেইড মাইকেলসহ আরও অনেকে। এবারের সিনেমায়ও কেন্দ্রীয় চরিত্রে আছেন ইসাবেল ফারম্যান।
কেট ও জন কোলম্যান দম্পতি স্থানীয় এতিমখানা থেকে ৯ বছর বয়সী এস্থার নামের এক মেয়েকে দত্তক নেন। এরপরই এলোমেলো হতে থাকে তাঁদের জীবন। এস্থারের কর্মকাণ্ডে একটা সময় তাঁরা বুঝতে পারেন, এ কোনো স্বাভাবিক মেয়ে নয়। একের পর এক ভয়ানক সব কাণ্ড ঘটিয়ে চলে সে। রীতিমতো আগ্রাসী আচরণ করে। কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যায় না তাকে। নিরুপায় হয়ে হাসপাতালে নিয়ে যান তাঁরা। চিকিৎসার চেষ্টা করেও কোনো ফল হয় না। একপর্যায়ে চিকিৎসক আবিষ্কার করেন, এস্থার আসলে ৩৩ বছর বয়সী একজন মহিলা। হরমোনজনিত সমস্যার কারণে তাঁর শারীরিক বৃদ্ধি হয়নি। ক্রমান্বয়ে সে খুব হিংস্র হয়ে ওঠে। বিভিন্ন সময়ে সাতজন মানুষকে মেরে ফেলে সে। এই এস্থারকে ঘিরেই আবর্তিত হয় ‘অরফান’-এর গল্প