বানিয়াচং উপজেলায় ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে মানবেতর জীবন পার করছেন আব্দুর রহমান (৬৫)। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না তিনি। এমন অবস্থায় সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্য চান তাঁর পরিবার।
আব্দুর রহমানের পরিবার জানান, সাত সন্তানের জনক আব্দুর রহমান। তাঁর দুই ছেলে বিয়ের পর তাঁর ভরণপোষণ করেন না। এদিকে চোখেও ঝাপসা দেখেন তিনি। একমাত্র কর্মক্ষম ব্যক্তি হওয়ায় তিনি ও তাঁর স্ত্রী ফুলতারা অর্থাভাবে মানবেতর জীবন পার করছেন। এমন অবস্থায় চিকিৎসার খরচ দূরের কথা সংসারের চালানোও দুষ্কর হয়ে পড়েছে তাঁদের। আব্দুর রহমানকে বাঁচাতে আর্থিক সহায়তা চান স্ত্রী ফুলতারা বেগম।
এ ব্যাপারে আব্দুর রহমানের ছোট ছেলে সোবাজুল মিয়া বলেন, ‘বাবার চিকিৎসার খরচের জন্য অনেক টাকা প্রয়োজন। আমাদের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব না। বাবাকে বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে সাহায্য চাই।’
আব্দুর রহমানকে সাহায্য পাঠানোর নম্বর-০১৭২৯৬৬৩৩৫৭ (বিকাশ)