খুলনা সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটার বলফিল্ড মোড়ে গত শুক্রবার যাত্রীবাহী বাস উল্টে গিয়ে কমপক্ষে ৩৫ জন যাত্রী আহত হয়েছে। খুলনগামী বাস একটি মোটর ভ্যানকে পাশকাটাতে গেলে সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় ওষুধ ব্যবসায়ী রফিকুল ইসলাম, পথচারী দেলোয়ার হোসেন জানান, দ্রুতগামী বাস মোটর ভ্যানকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে বালির স্তূপের ভেতরে পড়ে। এ সময় গাড়ির হেলপার রাস্তার পাশে বালির মধ্যে পড়ে যায়। স্থানীয়রা তাঁকে বালির মধ্য থেকে বের করে পাটকেলঘাটা স্বাগত ক্লিনিকে ভর্তি করে। আহত অন্যদের এলাকাবাসীর সহায়তায় সাতক্ষীরা ও পাটকেলঘাটার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় আহত অন্য যাত্রীরা হলেন আশাশুনি থানার সৈয়দ পুর গ্রামের মোহাম্মদ আলী (৩৫), স্ত্রী ঝরনা বেগম (২৫), পাটকেলঘাটা থানার বাগমারা গ্রামের মুক্তি হাফিজুর রহমান ফারুকী (৪৫), কালীগঞ্জ থানার রতনপুর গ্রামের শারমিন বেগম (৫৪) স্বামী মিঠু শেখ, (৬১) সাতক্ষীরা সদর থানার তুজলপুর গ্রামের তহিদুল ইসলাম (৫০) স্ত্রী রানী বেগম, ৩৮)। গাড়ির আহত যাত্রীরা জানান, দুজন গুরুতর ভাবে আহত হয়েছেন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।