ফারিয়া এজাজ
এখন বাসা, বাড়ি, ফ্ল্যাটে সবাই একধরনের ফিউশন আসবাব ব্যবহারের দিকে ঝুঁকেছে। অল্প জায়গায় অনেক কিছু আঁটিয়ে নেওয়াই এর মূল কারণ। সেদিকে লক্ষ রাখতেই বহুমুখী আসবাবের ব্যবহার।
সোফাটা হবে বিছানা
বেড-কাম সোফা ধাঁচের এ আসবাবগুলোর দেখা মিলছে আমাদের দেশেও। সময় ও চাহিদা অনুযায়ী যখন খুশি সোফা, আবার যখন খুশি বিছানাও করে ফেলা যায়। এতে করে ঘরে দুটি আসবাবের জায়গা দখল হয় না। আবার কাজও হয়ে যায়।
ডেস্ক হবে বিছানা
দেয়ালের সঙ্গে লাগানো ডেস্ক। সেখানে বসে হতে পারে অফিসের কাজ বা পড়াশোনা। আবার ডেস্ক খুললে ভেতর থেকে বের হয়ে আসবে বিছানা। একে স্লামবারডেস্ক বলে। ছোট ফ্ল্যাটের জন্য উপযুক্ত আসবাব।
স্টোরেজ বাস্কেট হবে বসার টুল
পুরো ঘরে কাপড়চোপড় এদিক-সেদিক পড়ে অগোছালো হয়ে থাকে না, তেমন বাসা খুব কমই পাওয়া যাবে। এমন বাসার জন্য দরকার স্টোরেজ বাস্কেট। এটি একই সঙ্গে বসার টুল ও কাপড় রাখার স্টোরেজ হিসেবে কাজ করবে।
চেয়ার হবে মই
চেয়ারে বসে সেরে নিন নানা কাজ। আবার দরকার হলে সেই চেয়ারকেই বানিয়ে নিন মই! এ ধরনের চেয়ার বসার সঙ্গে সঙ্গে ঘরের উঁচুতে থাকা আলমারির সেলফ বা স্টোররুম থেকে বিভিন্ন জিনিসপত্র ওঠানো-নামানো থেকে শুরু করে বিভিন্ন দরকারি কাজে কার্যকরভাবে ব্যবহার করা যায়।
জুয়েলারি ক্যাবিনেট হবে স্ট্যান্ডিং মিরর
আপনার সব গয়না ক্যাবিনেটের দরজার ওপারে। আর ক্যাবিনেটের দরজা বন্ধ করলেই স্ট্যান্ডিং মিরর বা আয়না। শুধু ছোট ঘরেই নয়; সব ধরনের ইন্টেরিয়র ডিজাইনের আদলে তৈরি ঘরে এই বহুমুখী আসবাবটি যোগ করবে ভিন্ন মাত্রা।