নড়াইলে নন্দনকানন শিশু বিকাশ সংস্কৃতি চর্চা কেন্দ্র আয়োজিত নবান্ন উৎসব পালিত হয়েছে। গতকাল শুক্রবার ১১ অগ্রহায়ণ নড়াইল শহরের পাশে ধোপাখোলা গ্রামে দিনব্যাপী আয়োজনের মাধ্যমে এ অনুষ্ঠান হয়।
সকাল ১০ টা থেকে ২টা পর্যন্ত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, অঙ্ক দৌড়, বিস্কুট দৌড়, মহিলাদের হাস ধরা প্রতিযোগিতা, সাঁতার প্রতিযোগিতা চলে। এরপর বিকেলে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কণ্ডু, রবীন্দ্র সম্মেলন পরিষদের সভাপতি সুভাষ বিশ্বাস, সম্মিলিত সাংস্কৃতিক জোটের যুগ্মসাধারন সম্পাদক মাহবুবুর রহমান লিটু, নন্দনকাননের পরিচালক ডা. মায়ারানী বিশ্বাসসহ অনেকে।