Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বাণিজ্যিকভাবে ক্যাপসিকাম চাষ

মো. বায়োজিদ বিন ওয়াহিদ, জামালগঞ্জ (সুনামগঞ্জ)

বাণিজ্যিকভাবে  ক্যাপসিকাম চাষ

একসময় শখের বশে বাড়ির ছাদ কিংবা টবে ক্যাপসিকাম লাগাতেন শৌখিন মানুষ। কিন্তু সুনামগঞ্জের জামালগঞ্জে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে সবজিটির চাষ। এ উপজেলার মাটি ও আবহাওয়া সবজিটির চাষের উপযোগী। ফলে ক্যাপসিকাম চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের মাঝে।

জামালগঞ্জ উপজেলা কৃষি অধিদপ্তর বলছে, দেশীয় সবজির পাশাপাশি উপজেলায় ক্যাপসিকামের চাষ হচ্ছে। ন্যায্যমূল্য নিশ্চিত ও এর চাষ ছড়িয়ে দিলে কমবে আমদানি নির্ভরতা। সবজিটির চাষ ছড়িয়ে দিতে কাজ করা হচ্ছে।

জামালগঞ্জের সদর ইউনিয়নের রামপুর গ্রামের আবুল কালাম নতুন কিছু করার প্রত্যয়ে পাঁচ বিঘা জমিতে পরীক্ষামূলকভাবে চাষ করেছেন ক্যাপসিকাম। ইতিমধ্যে গাছে সবুজ ক্যাপসিকাম ধরেছে। নিবিড় পরিচর্যা ও সময়মতো ওষুধ প্রয়োগ করতে পারলে এ সবজির চাষ সম্প্রসারণ করা সম্ভব বলে মনে করেন তিনি।

আবুল কালাম বলেন, ‘আমাদের প্রয়োজন আমদানি নির্ভরতা কমিয়ে উৎপাদিত ক্যাপসিক্যাম বাজার নিশ্চিত করা। সফল চাষ দেখে অনেকেই এগিয়ে আসছেন ক্যাপসিকাম চাষে।’

ক্যাপসিকাম চাষাবাদের বিষয়ে আবুল কালাম বলেন, ‘ক্যাপসিকামের বীজ রোপণ করার এক মাস পর চারা তৈরি হয়। চারা উপযুক্ত হওয়ার পর জমি তৈরি করতে হয়। চারা রোপণের আগে পলিথিন দিয়ে বেড তৈরি করে নির্দিষ্ট পরিমাণ জায়গা ফাঁকা রেখে গাছের চারা রোপণ করতে হয়।

বীজ রোপণের পর গাছগুলো নিয়মিত পরিচর্যা করতে হয়। গাছ লাগানোর ৩০-৩৫ দিনের মধ্যে ফুল আসতে শুরু করে। আর ২৫ দিনের মধ্যে ফল বিক্রির উপযুক্ত হয়। কয়েক মাস পর্যন্ত ফল পাওয়া যায় গাছ থেকে।

আবুল কালাম আরও বলেন, ‘এ বছর অল্প পরিসরে তিনি এ সবজির চাষ করেছি। আবহাওয়া অনুকূল থাকায় প্রতিটি ফলের ওজনও ভালো হয়েছে। বাজারে চাহিদা থাকায় দামও ভালো। আগামীতে কয়েক গুণ বাড়িয়ে এ সবজির চাষ করব।’

এ ব্যাপারে জামালগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, ‘জামালগঞ্জে বাণিজ্যিকভাবে ক্যাপসিকাম চাষ শুরু হয়েছে। মাঠ পরিদর্শন করে এসেছি। এটি লাভজনক চাষ। চাহিদাও রয়েছে বাজারে। উপজেলাব্যাপী ক্যাপসিকাম চাষ ছড়িয়ে দিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করছে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ