হোম > ছাপা সংস্করণ

নিষেধাজ্ঞা লঙ্ঘন করে চলছে চেয়ারম্যানের ভবন নির্মাণ

পীরগঞ্জ প্রতিনিধি

ভূমি কার্যালয়ের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে পীরগঞ্জে হাটের তিন শতক জমি দখলে নিয়ে সদ্য সাবেক চেয়ারম্যান মোশফাক হোসেন খান চৌধুরী ভবন নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জমিটি দখলে নেওয়ায় তাঁকে আসামি করে আদালতে মামলাও করা হয়েছে।

উপজেলার কুমেদপুর ইউনিয়নের রসুলপুর হাটে গত বৃহস্পতিবারও মোশফাকের ভবনের নির্মাণকাজ চলমান দেখা গেছে।

জানা গেছে, রসুলপুর হাটের এই তিন শতক জমি হাট শ্রেণিভুক্ত আছে। স্থানীয় আফজাল হোসেন প্রায় ৫০ বছর ধরে জমিটিতে আধা পাকা ঘর নির্মাণ করে ব্যবসা করে আসছেন।

মোশফাক গত ১৯ সেপ্টেম্বর পৈতৃক মালিকানা দাবি করে জমিটিতে থাকা ছয়টি ঘর ভেঙে দিয়ে পাকা ভবন নির্মাণের কাজ শুরু করেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত আফজাল ২৮ সেপ্টেম্বর মোশফাকসহ ১১ জনকে আসামি করে আদালতে মামলা করেন।

এদিকে উপজেলা ভূমি কার্যালয় থেকে হাটের জমিতে নির্মাণকাজ বন্ধের জন্য নির্দেশ দেওয়া হলেও সাবেক চেয়ারম্যান তা শুনছেন না।

সূত্র জানায়, দেশ স্বাধীনের পর কারও ১০০ বিঘার বেশি জমির মালিকানা থাকলে অতিরিক্ত জমি সরকারের কাছে সারেন্ডার করতে হয়েছিল। সারেন্ডারভুক্ত জমিগুলো ৯৮/৭২ নম্বর রেজিস্ট্রারে অন্তর্ভুক্ত হয়ে থাকে। এই রেজিস্ট্রারে রসুলপুর হাটের ৩ শতক জমিও রয়েছে বলে জানা গেছে। কিন্তু কুমেদপুর ইউনিয়ন ভূমি কার্যালয় থেকে সারেন্ডারভুক্ত ৯৮/৭২ নম্বর রেজিস্ট্রারটি সরিয়ে ফেলা হয়েছে। ফলে সারেন্ডারভুক্ত জমির তথ্য ইউনিয়ন ভূমি কার্যালয়ে নেই।

ইউনিয়ন ভূমি কার্যালয় থেকে গত ১৭ নভেম্বর মোশফাককে নির্মাণকাজ বন্ধ করার জন্য নির্দেশ দেওয়া হয়। তারপরও তিনি নির্মাণ বন্ধ না করায় গত ২৫ নভেম্বর বিষয়টি উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) জানানো হয়।

কুমেদপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের উপসহকারী তহসিলদার নজরুল ইসলাম বলেন, ‘সরকারের কাছে সারেন্ডার করা জমির রেজিস্ট্রার না থাকায় এর তথ্য পাওয়া যাচ্ছে না। তারপরও আমি হাটের বিবাদমান জমিতে নির্মাণকাজ বন্ধের জন্য বলেছি। কিন্তু মোশফাক হোসেন খান চৌধুরী কথা শুনছে না। ফলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্যারকে নির্মাণকাজ চলমান থাকার একটি প্রতিবেদন দিয়েছি।’

ক্ষতিগ্রস্ত আফজাল বলেন, ‘আমি প্রায় ৫০ বছর ধরে ওই জমিতে আধা পাকা ঘর নির্মাণ করে ব্যবসা করছি। জমিটি হাটের। অথচ ভূমি অফিস খাজনা নিয়ে অবৈধ দখলদারকেই সহযোগিতা করছে।’

সাবেক চেয়ারম্যান মোশফাক দাবি করেন, জমিটি তাঁদের পৈতৃক। তাই দখলে নিয়ে সেখানে ভবনের নির্মাণকাজ করছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ