নেত্রকোনার বারহাট্টা উপজেলার রেলস্টেশন এলাকায় গত বুধবার সন্ধ্যায় তামান্না (৭) নামে একটি মেয়ে শিশুকে পাওয়া গেছে। শিশুটি তার বাবার নাম হেকিম বলে জানায়। সে তার নিজের নাম ও বাবার নাম ছাড়া আর কারও নাম এবং ঠিকানা বলতে পারছে না।
শিশুটিকে প্রথম দেখে মো. নাইম ইসলাম নামে এক শিক্ষার্থী। তিনি এই প্রতিবেদককে জানান, আমরা ছোট মেয়েটিকে সন্ধ্যার দিকে স্টেশনে ঘুরতে এবং কান্না করতে দেখি। তখন আমরা কয়েকজন মিলে শিশুটিকে বারহাট্টা থানায় নিয়ে যাই। আশা করছি শিশুটি তার পরিবারকে খুঁজে পাবে।
বারহাট্টা থানার ওসি মিজানুর রহমান জানান, বুধবার সন্ধ্যার দিকে মেয়েটিকে কিছু শিক্ষার্থী থানায় নিয়ে আসে। তখন থেকে শিশুটি বারহাট্টা থানা হেফাজতে আছে। সে কারও পরিচিত হলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল-ডিউটি অফিসার-০১৩২০১০৪২১৬ নারী-শিশু অফিসার-০১৩২০১০৪২১৭।