পাইকগাছায় গদাইপুর ৮১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের কাজ শেষ না হতেই ভেঙে পড়েছে লিনটন। তবে উপজেলা প্রকৌশলীর দাবি ভেঙে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার সকালে।
গদাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম ও পাইকগাছা উপজেলা সহকারী প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন জানান, গদাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের জন্য ৯৫ লাখ টাকা বরাদ্দ হয়। এ কাজটি পেয়েছেন ইকবাল অ্যান্ড বাবলু জে ভি কনস্ট্রাকশন। গতকাল সকালে কাজের সময় গিয়েছিলাম। এ সময় দেখি রড ও ঢালাইয়ের মালামাল কম দিয়েছে। তখন লিনটনের কিছু অংশ ভেঙে দেখা যায় অনেকগুলো রড কম রয়েছে। তখন ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়।