মুন্সি আবদুর রশিদ জমিলা খাতুন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা সম্মাননা, বৃত্তি প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে বরুড়ার খোশবাস উচ্চবিদ্যালয় ও কলেজ অডিটোরিয়ামে বিজয়ের ৫০ বছর উপলক্ষে এই অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে উপজেলার ১০ জন মুক্তিযোদ্ধাদের সম্মাননা এবং ২৪ জন শিক্ষার্থীকে সনদ ও বৃত্তি দেওয়া হয়। এ ছাড়া শিরিনা আক্তার নামের এক নারীকে স্বাবলম্বী হতে নগদ অর্থসহায়তা দেওয়া হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম সচিব মনিন্দ্র কিশোর মজুমদার।
প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের সহযোগী অধ্যাপক মো. নাজমুল হাসান পলাশ।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিসুল ইসলাম, খোশবাস উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান সর্দার, খোশবাস উচ্চবিদ্যালয়ের অধ্যক্ষ শাহ আলম।
ফাউন্ডেশনের সহসভাপতি মো. গোলাম মোস্তফা ফেরদৌস সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সমাজকর্মী মো. আজহার সুমন।
বক্তারা বলেন, বিজয়ের মাসে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া আনন্দের। শিক্ষা খাতে ফাউন্ডেশনের অবদান প্রশংসার দাবি রাখে।