খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) এর সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু বলেছেন, পাইকগাছা উপজেলায় আরও ১৫টি কমিউনিটি ক্লিনিক শিগগিরই স্থাপন করা হবে। ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার প্রস্তাব ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলার গদাইপুর, কপিলমুনির মালথ-শ্যামনগর ও হরিঢালী ইউপির সলুয়ায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নবনির্মিত কমিউনিটি ক্লিনিকের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আক্তারুজ্জামান বাবু আরও বলেন, গ্রাম পর্যায়ে বিনা মূল্যে মানুষের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক স্থাপন শেখ হাসিনা সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। ১৯৯৬ সালের ১২ জুন শেখ হাসিনার সরকার গ্রামের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার জন্য কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করে দৃষ্টান্ত স্থাপন করেন। অথচ ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা বন্ধ করে দেয়, যা এদেশের মানুষ ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে।
গ্রামে-গ্রামে ক্লিনিক প্রতিষ্ঠা সরকারের একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে তিনি মন্তব্য করেন। স্বাস্থ্য বিভাগের আয়োজনে পৃথকভাবে অনুষ্ঠিত কমিউনিটি ক্লিনিকের নবনির্মিত ভবন উদ্বোধনকালে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, স্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান প্রমুখ।