খুবি প্রতিনিধি
‘হাওয়া’ সিনেমার প্রচার ও প্রসারে আজ শুক্রবার খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) আসছে ‘হাওয়া’ টিম। ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে গান ও গল্পে মাতবেন এই সিনেমার কলাকুশলীরা। এদিন বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে প্রচার শুরু করবেন তাঁরা।
সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বসবে ‘হাওয়া’র আসর। এতে ‘হাওয়া’ টিমের সঙ্গে ব্যান্ড মেঘদল উপস্থিত থাকবে। গভীর সমুদ্রে চিত্রায়িত মেজবাউর রহমান সুমন পরিচালিত প্রথম সিনেমা ‘হাওয়া’। গত ২৯ জুলাই দেশব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।
এরই মধ্যে দর্শক জনপ্রিয়তায় শীর্ষে জায়গা করে নিয়েছে সিনেমাটি। এ ছাড়া ব্যতিক্রমী পোস্টার, ট্রেলার ও সিনেমার ‘সাদা সাদা কালা কালা’ গানটি বেশ মনে ধরেছে সিনেমাপ্রেমীদের। এর প্রশংসা করেছেন সব শ্রেণির মানুষ।
‘হাওয়া’ সিনেমার প্রমোশনাল পার্টনার খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩৫ এমএম মুভি ক্লাবের সদস্যরা জানান, আজ ‘হাওয়া’ সিনেমার প্রচারের জন্য পুরো টিম খুবিতে আসছে। টিমের সঙ্গে সিনেমার পরিচালক মেজবাউর রহমান সুমনও উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
উল্লেখ্য, ‘হাওয়া’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল ইসলাম রাজ, সুমন আনোয়ার প্রমুখ।