হোম > ছাপা সংস্করণ

দুই কেন্দ্রে ফের ভোটগ্রহণের দাবি

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দুটি কেন্দ্রের ফলাফল বাতিল করে আবারও ভোটগ্রহণের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন পরাজিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সুরঞ্জিত সরকার। তিনি সোমবার মোহনপুর উপজেলা ও জেলা নির্বাচন কর্মকর্তার কাছে এ ব্যাপারে লিখিত আবেদন দিয়েছেন।

এ ছাড়া ডাকযোগে প্রধান নির্বাচন কমিশনারের কাছেও একটি আবেদনপত্র পাঠিয়েছেন।

গত ২৮ নভেম্বর মোহনপুরে ইউপি নির্বাচন হয়। আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে সুরঞ্জিত সরকার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আবেদনে তিনি বলেছেন, ভোটের দিন ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের খোলাগাছি ও পারিলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দুটিতে তাঁর চশমা প্রতীকের এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হয় এবং পারিলাডাঙ্গা কেন্দ্রের এজেন্টদের রাতেই হত্যার হুমকি দিয়ে এলাকাছাড়া করা হয়। খোলাগাছি কেন্দ্রে প্রশাসনের সহযোগিতায় এজেন্ট ঢুকলেও পরে তাঁকে বের করে দেওয়া হয়। কেন্দ্র দুটিতে নৌকার এজেন্টরা প্রকাশ্যে নৌকায় সিল মেরে বাক্সে ঢোকাতে থাকেন এবং নারী ভোটারদের হাত থেকে জোর করে চেয়ারম্যান পদের ব্যালট পেপার কেড়ে নিয়ে নৌকায় সিল মারেন।

সুরঞ্জিত সরকার বলেন, তিনি সশরীরে গিয়ে ভোট কারচুপি দেখেন এবং পারিলাডাঙ্গা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দেখান। এ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করার অনুরোধ করেও ফল পাননি তিনি।

আবেদনে তিনি আরও বলেন, ইউনিয়নের ৯টি কেন্দ্রের মধ্যে ৬টিতেই নৌকার প্রার্থী তাঁর কাছে বিপুল ভোটে পরাজিত হয়েছেন। শুধু দুটি কেন্দ্রে জোর করে নৌকায় সিল মেরে প্রার্থীকে জেতানো হয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে তিনি অন্তত দেড় হাজার ভোটে জিতবেন। কিন্তু ভোট ডাকাতি করে তাঁকে প্রায় ৭০০ ভোটে ফেল করানো হয়েছে। এ জন্য তিনি আবার ভোট চান।

মোহনপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নুল আবেদীন সুরঞ্জিত সরকারের আবেদন পাওয়ার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, এ বিষয়ে তাঁর কিছু করার নেই। অভিযোগ থাকলে নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করতে হবে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন