Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

অপহরণ মামলায় যুবক গ্রেপ্তার

কেশবপুর প্রতিনিধি

অপহরণ মামলায় যুবক গ্রেপ্তার

কেশবপুরে কলেজছাত্র অপহরণ করে মুক্তিপণ দাবির মামলায় যুবলীগ নেতা হিসেবে পরিচিত আলোচিত জামাল হোসেনকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে থানায় বিভিন্ন অভিযোগে অন্তত ১০টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

গতকাল রোববার দুপুরে সদরের গমপট্টি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জামাল হোসেন কেশবপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মধ্যকুল এলাকার আব্দুল গণি শেখের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত ২৫ মে রাতে উপজেলার পাঁজিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম মুকুলের ছেলে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের সম্মান চতুর্থ বর্ষের ছাত্র মাসুম বিল্লাহ (২২) ও একই এলাকার ইকরামুল হোসেনকে (২৩) অপহরণ করা হয়। উপজেলায় যুবলীগ নেতা হিসেবে পরিচিত জামাল হোসেনসহ ৭ জন মিলে ওই দুই শিক্ষার্থীকে অপহরণ করে মধ্যকুল মহিলা মাদ্রাসার পাশে নিয়ে যান। সেখানে শিক্ষার্থীদের আটকে রেখে মাসুম বিল্লাহর মোবাইল ফোন থেকে কল দিয়ে পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি পুলিশকে জানানোর পর খোঁজাখুঁজির একপর্যায়ে অপহরণকারীরা ওই শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে ফেলে রেখে যায়। এসব ঘটনা উল্লেখ করে মাসুম বিল্লাহর ভাই নাজমুল হুসাইন বাদী হয়ে ২৬ মে ওই ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা করেন।

পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলার হদ গ্রামের এস এম শফিকুল ইসলাম মুকুল বলেন, ‘কেশবপুর যাওয়ার পথে আমার ছেলেকে অপহরণ করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। গ্রেপ্তার হওয়া জামাল হোসেন কেশবপুরে যুবলীগ নেতা হিসেবে পরিচিত।’

উপজেলা যুবলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহিদ বলেন, ‘উপজেলা ও পৌর যুবলীগের কমিটির কোনো পদে জামাল হোসেনের নাম নেই। যদি কেউ যুবলীগ নেতা পরিচয় দেন, সেটা তাঁর ব্যক্তিগত বিষয়।’

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দীন বলেন, ‘জামাল হোসেনকে কলেজছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে কেশবপুর থানায় ৮ থেকে ১০টি মামলা রয়েছে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ