ভুলে অন্যের বিকাশে যাওয়া সাড়ে ৭ হাজার টাকা উদ্ধার করেছে চুয়াডাঙ্গার জীবননগর থানা-পুলিশ। গত শুক্রবার বিকেলে উদ্ধার করা টাকা মালিকের হাতে তুলে দেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক।
ভুক্তভোগী জীবননগর উপজেলার মানিকপুর গ্রামের মোছা. আনোয়ারা নাসরিন বলেন, ভুল করে সাড়ে ৭ হাজার টাকা ময়মনসিংহ সদর থানার বাসিন্দা সুমন চন্দ্র নাথের বিকাশে চলে যায়। ফেরত চাইলে তিনি টালবাহানা শুরু করেন। পরে জীবননগর থানায় জিডি করি। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেন জীবননগর থানার উপপরিদর্শক মো. সাজ্জাদ হোসেন। তথ্যপ্রযুক্তির মাধ্যমে শুক্রবার টাকা উদ্ধার করেন সাজ্জাদ হোসেন। শুক্রবার বিকেলে উদ্ধার করা টাকা হস্তান্তর করেন জীবননগর থানার ওসি আব্দুল খালেক।
উপপরিদর্শক মো. সাজ্জাদ হোসেন জানান, আনোয়ারা বিকাশে টাকা পাঠাতে গিয়ে একটি সংখ্যা ভুল করেছিলেন। এতে টাকা ময়মনসিংহ সদর থানার বাসিন্দা সুমন চন্দ্র নাথের অ্যাকাউন্টে চলে যায়। তাঁর কাছে টাকা ফেরত চাইলে তিনি টালবাহানা শুরু করেন। পরে ময়মনসিংহ সদর থানার সহযোগিতায় টাকা উদ্ধার করা হয়।