হোম > ছাপা সংস্করণ

‘রাজপথেই জনতার দুর্বার মোর্চা’

এ আর চন্দন, ঢাকা

পরপর দুদিন মুজিব-ইয়াহিয়া বৈঠকের পর পরবর্তী বৈঠকের কোনো সময় নির্ধারিত না হওয়ায় জনমনে উৎকণ্ঠা দেখা দেয়। একাত্তরের ১৮ মার্চ বৃহস্পতিবার কোনো বৈঠক হয়নি। দিনব্যাপী জনতার মিছিলের পর রাতে সরকারিভাবে ঘোষণা করা হয়, পরদিন শুক্রবার বেলা ১১টায় প্রেসিডেন্ট ভবনে আওয়ামী লীগপ্রধান শেখ মুজিবুর রহমান ও প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের মধ্যে রাজনৈতিক সংকট নিয়ে তৃতীয় দফা আলোচনা হবে। পরদিন ঢাকার সব সংবাদপত্রে প্রথম পাতায় খবরটি ছাপা হয়।

নতুন বৈঠকের ঘোষণা আসার আগ পর্যন্ত জনতা তাদের আশা-আকাঙ্ক্ষার প্রতীক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে ভিড় জমিয়ে থাকে। দিনভর মিছিলের পর বিভিন্ন পর্যায়ে মানুষ স্বাধীনতাসংগ্রামের অবিসংবাদিত নেতার প্রতি অকুণ্ঠ সমর্থন জানাতে এলে বঙ্গবন্ধু সহকর্মীদের সঙ্গে আলোচনার ফাঁকে ফাঁকে বারবার উঠে এসে সমবেত জনতার উদ্দেশে সংক্ষিপ্ত ভাষণ দেন। তিনি বলেন, ‘বিদেশি বন্ধুরা দেখুন। আমার দেশের মানুষ প্রতিজ্ঞায় কী অটল। সংগ্রাম আর ত্যাগের মর্মে কত উজ্জীবিত, কার সাধ্য এদের রোখে।

স্বাধীনতার জন্য জীবনদানের অগ্নিশপথে দীপ্ত জাগ্রত জনতার এ জীবন জোয়ারকে, প্রচণ্ড গণবিস্ফোরণকে স্তব্ধ করতে পারে– এমন শক্তি মেশিনগানেরও আজ আর নেই।’ জনতার উদ্দেশে বঙ্গবন্ধু বলেন, ‘বাংলার মানুষ তোমরা ঘরে ঘরে সংগ্রামী দুর্গ গড়ে তোল। আঘাত যদি আসে, প্রতিহত করো, পাল্টা আঘাত হানো।’ (দৈনিক ইত্তেফাক, ১৯ মার্চ ১৯৭১) 

নিরস্ত্র বাঙালিদের ওপর পাকিস্তানি সামরিক বাহিনীর বর্বরোচিত হামলায় হতাহতের ঘটনা তদন্তে সামরিক সরকারের গঠন করা তদন্ত কমিশন প্রত্যাখ্যান করেন বঙ্গবন্ধু। তিনি ওই কমিশনকে কোনো সহযোগিতা না করতেও জনগণের প্রতি আহ্বান। এসবই উঠে আসে পরদিন ঢাকার সব সংবাদপত্রের প্রথম পাতায়। আজাদ পত্রিকার প্রধান শিরোনাম ছিল ‘তদন্ত কমিশন প্রত্যাখ্যান’। শোল্ডারে ছিল ‘বাংলাদেশের জনগণ সহযোগিতা করিবে না: মুজিব’। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম ছিল ‘এ গণবিস্ফোরণ মেশিনগানেও স্তব্ধ করা যাইবে না’। পাশে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তর্জনী উঁচানো একটি স্থিরচিত্র। তার ওপরে ছিল ‘আমি শেখ মুজিব বলছিঃ’।

বঙ্গবন্ধুর ছবির নিচে দুই কলাম শিরোনাম ছিল ‘এ তদন্ত কমিশন চাই না’। দৈনিক পাকিস্তানের প্রধান শিরোনাম ছিল ‘এই কমিশন মানি না’। এর নিচে আরেকটি শিরোনাম ছিল ‘আঘাত করা হলে প্রতিঘাত করবো’।

এদিন অনেক বিদেশি সাংবাদিক বঙ্গবন্ধুর বাড়িতে এসেছিলেন। পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশে আরও সৈন্য আনা হচ্ছে, সে-সম্পর্কে বঙ্গবন্ধু কিছু জানেন কি না, বিদেশি এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে বঙ্গবন্ধু বলেছিলেন, বাংলাদেশের কোথায় কি হয় না হয় সব খবরই তার জানা। (দৈনিক পাকিস্তান, ১৯ মার্চ ১৯৭১)

এদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ওয়ালী ন্যাপপ্রধান খান আব্দুল ওয়ালী খান এক ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক করেন। সেখানে পাকিস্তান ন্যাপের সভাপতি গাউস বক্স বেজেঞ্জোও ছিলেন। ইত্তেফাকে পরদিন প্রধান শিরোনামের নিচে এক কলাম শিরোনাম ছিল ‘মুজিব সকাশে ওয়ালি খান’। আজাদে শিরোনাম করা হয় ‘মুজিব-ওয়ালী সাক্ষাৎকার’। দৈনিক সংবাদে প্রধান শিরোনামের পাশে দুই নেতার ছবিসহ খবরটি ছাপা হয়। 

অন্যান্য দিনের মতোই এদিনের অসহযোগ আন্দোলনের খবর পরদিন সব পত্রিকায় প্রথম পাতায় ছাপা হয়। দৈনিক পাকিস্তান ১৯ মার্চ এ-সংক্রান্ত খবরের শিরোনাম করেছিল ‘রাজপথেই জনতার দুর্বার মোর্চা গড়ে উঠেছে’।

ঢাকায় বিমানবাহিনীর সাবেক বাঙালি সৈনিকেরা স্বাধীনতাসংগ্রামের সঙ্গে একাত্মতা ঘোষণা করে সংগ্রাম কমিটি গঠন করেন। (দৈনিক পাকিস্তান, ১৯ মার্চ ১৯৭১, পৃষ্ঠা-৫)

করাচিতে এদিন এক সংবাদ সম্মেলনে পিপিপিপ্রধান জুলফিকার আলী ভুট্টো বলেন, প্রেসিডেন্ট ইয়াহিয়া শাসনতান্ত্রিক প্রশ্নে আলোচনার জন্য ঢাকায় আসার যে আমন্ত্রণ জানিয়েছেন, তিনি তা প্রত্যাখ্যান করেছেন। খবরটি পরদিন ইত্তেফাকে প্রথম পাতায় ছাপা হয় ‘ভুট্টো আসিতেছেন না...’ শিরোনামে। দৈনিক সংবাদে শিরোনাম ছিল ‘ঢাকায় গিয়া লাভ হইবে না: ভুট্টো’। 

চট্টগ্রাম বন্দর অভিমুখে আসা গমভর্তি জাহাজ ‘ইরনা এলিজাবেথ’-এর গতিপথ পরিবর্তন করে করাচিতে নিয়ে যাওয়া হয়। ১৯ মার্চ ইত্তেফাকে প্রথম পাতায় খবরটি ছাপা হয় ‘গমবাহী আরেকটি জাহাজ গেল কোথায়?’ শিরোনামে। দৈনিক পাকিস্তানের শিরোনাম ছিল ‘মাল খালাস না করেই জাহাজগুলো করাচী ফেরত যাচ্ছে: কার নির্দেশে?’

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন