নবাবগঞ্জে নতুন করে আরও ১৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ১১৫ জনে। সর্বশেষ উপজেলায় একদিনে করোনা শনাক্ত হয়েছিল নয়জনের।
গতকাল শুক্রবার সকালে তথ্যটি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা (রোগ নিয়ন্ত্রণ) ও করোনা কন্ট্রোল কর্নারের ফোকাল পারসন ডা. হরগোবিন্দ সরকার অনুপ। তিনি বলেন, ‘বৃহস্পতিবার উপজেলা থেকে ৬৪টি নমুনা পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে পাওয়া ফলাফলে আমরা নতুন ১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্তের বিষয়টি নিশ্চিত হয়েছি।’
ডা. অনুপ বলেন, উপজেলায় এ পর্যন্ত ১৪ হাজার ৬৫২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ থেকে মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ১১৫ জনের দেহে। নতুন করোনা শনাক্ত হওয়া ব্যক্তিরা বিভিন্ন বয়সী। তারা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।
এ স্বাস্থ্য কর্মকর্তা বলেন, করোনা থেকে এ পর্যন্ত উপজেলার মোট ৩ হাজার ৬৩৫ জন সুস্থ হয়েছেন। হাসপাতাল ও বাড়িতে মিলিয়ে বর্তমানে মোট চিকিৎসাধীন আছেন ৪১৭ জন। করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত উপজেলার ৬৩ জন মারা গেছেন। সবাইকে মাস্ক পরতে ও টিকা নেওয়ার জন্য আহ্বান জানান তিনি।