রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর পাংশায় পদ্মার চরে দুটি রাসেল ভাইপার সাপ পিটিয়ে মারা হয়েছে। সাপ দুটির দৈর্ঘ্য ছিল প্রায় চার ফুট। গত শনিবার দুপুরে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের পদ্মার চরে আখখেতে দেখতে পেয়ে স্থানীয়রা সাপ দুটি পিটিয়ে মেরে ফেলেন। পরে চরে পুতে রাখা হয়। এ ঘটনায় ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সুজন হোসেন বলেন, সে আখমাড়াইয়ের খোলায় কাজ করছিলেন। এমন সময় পাশে দুটি ছেলে সাপ সাপ বলে চিৎকার করে। পরে তিনিসহ কয়েকজন গিয়ে দুটি সাপ দেখেন। তাৎক্ষণিক লাঠি দিয়ে সাপ দুটি পিটিয়ে মেরে ফেলেন। পরে মাটিতে পুতে রাখা হয়।
শরিফুল ইসলাম বলেন, এই ধরনের সাপ আগে কখনো দেখেননি। তবে সাপ দুটি রাসেল ভাইপার এটা নিশ্চিত হয়েছেন। করণ বিভিন্ন সময়ে টেলিভিশন বা পত্রিকায় সাপের ছবি দেখেছেন। পদ্মাপাড়ের বাসিন্দারা এখন সাপ আতঙ্কে রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, এ বিষয়ে তিনি কোনো খবর পাননি। তবে ওই এলাকার মানুষকে সচেতন করতে ব্যবস্থা নেওয়া হবে।