Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বিকাশের পিন পরিবর্তন করে তুলতেন টাকা

ধনবাড়ী প্রতিনিধি

বিকাশের পিন পরিবর্তন করে তুলতেন টাকা

ধনবাড়ীতে প্রতারণার মাধ্যমে বয়স্ক ভাতার টাকা উত্তোলন করে নেওয়ার অভিযোগ উঠেছে সংরক্ষিত নারী কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি প্রকাশ পেলে গত সোমবার রাতে অভিযুক্ত ব্যবসায়ীকে নিজ দোকানের সামনে অবরুদ্ধ করে রাখেন এলাকাবাসী। উপজেলায় এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। বিষয়টি নিশ্চিত করেন পৌর মেয়র।

অভিযুক্ত ওয়ারেছ আলী সংরক্ষিত নারী আসনের বর্তমান কাউন্সিলর কহিনূর বেগমের স্বামী ও আমনগ্রাম মোড়ের বিকাশ ব্যবসায়ী। তিনি পৌর শহরের সেনবাড়ী এলাকার বাসিন্দা। আর ভুক্তভোগী জামেলা বেওয়া (৯৫) ও জাবেদা বেগম (৭০) পৌর শহরের আমনগ্রাম এলাকার বাসিন্দা।

জামেলা বেওয়ার ছেলে শহিদ মিয়া ও জাবেদা বেগমের মেয়ের জামাই শাহাদত হোসেন বলেন, বছরখানেক আগে ওয়ারেছ আলীর বিকাশের দোকানে বয়স্ক ভাতার টাকা তুলতে যান। তখন ওয়ারেছ জানান টাকা তুলতে বয়স্ক ভাতা কার্ডের বই লাগবে। বই নিয়ে গেলে মোবাইল নম্বরের পিন পরিবর্তন করে দিয়ে বলে টাকা আসেনি। কিন্তু বিকাশে থাকা ১ হাজার ৫০০ টাকা অন্য নম্বরে পাঠিয়ে দেন ওয়ারেছ। আবারও সবশেষ একইভাবে গত নভেম্বরের শেষদিকে একই কাজ করেন তিনি।

বিষয়টি উপজেলা সমাজসেবা অফিসে জানতে গেলে তাঁরা বলেন, আপনাদের টাকা পাঠানো হয়েছে এবং উত্তোলনও করা হয়েছে। লেনদেনের নম্বর ও তারিখসহ বের করে দেখান তাঁরা। ওই নম্বরে যোগাযোগ করা হলে ব্যবসায়ী ওয়ারছের নাম জানা যায়। পরে এলাকাবাসী বিষয়টি জানতে পেয়ে রাতে অবরুদ্ধ করেন ওয়ারেছকে এবং তিনি সবার সামনে এ কথা স্বীকার করেন।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা আরও জানান, একইভাবে দুবার টাকা নিয়েছেন ওয়ারেছ। এলাকার অনেকেরই এখন পিন নম্বরে সমস্যা।

এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর বাদশা আলম বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। খুবই ন্যক্কারজনক। একজন ব্যবসায়ী হিসেবে এ কাজ মোটেও কাম্য নয়।’

পৌর মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল বলেন, ‘রাতে বিষয়টি জানার পর অভিযুক্তকে ডেকে এনে সতর্ক করা হয়েছে। সে ভুল স্বীকার করেছে। টাকা উদ্ধার করা হয়েছে।’

এ বিষয়ে অভিযুক্ত ওয়ারেছের সঙ্গে কথা হলে তিনি তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলতে বলেন। এরপর কাউন্সিলর কহিনূর বেগম বলেন, আমার স্বামী মোবাইলে লোড ও বিকাশের ব্যবসা করেন। যেসব উপকারভোগী টাকা তুলতে আসেন তাঁরা যদি পিন নম্বর বলতে না পারেন তবে বই দেখে টাকা তুলে দেন।’ কিন্তু তিনি ওই উপকারভোগীদের পিন নম্বর পরিবর্তন করেননি বলে দাবি এ কাউন্সিলরের।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ