নীলফামারীর সৈয়দপুর নিখোঁজের চার দিন পর বাড়ির পাশের বাঁশঝাড় থেকে লাভলী বেগম (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে বাঙ্গালীপুর ইউনিয়নের খড়খড়িয়াপাড়ার একটি বাঁশঝাড় থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ একই ইউনিয়নের রেজাউল হকের স্ত্রী।
জানা যায়, বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই ঝামেলা লেগে থাকত। গত মঙ্গলবার লাভলী বেগম শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান আজকের পত্রিকাকে জানান, লাশের সুরতহালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহত গৃহবধূর স্বামী ও শাশুড়িকে থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।