গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে ও কালুখালী থেকে চালককে অজ্ঞান করে ইজিবাইক চুরির ঘটনায় ৫ ব্যক্তিতে গ্রেপ্তার ও চুরি যাওয়া দুটি ইজিবাইক উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে রাজবাড়ী পুলিশ সুপার (এসপি) এমএম শাকিলুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৬ জানুয়ারি গ্রেপ্তার করা ৫ ব্যক্তি কৌশলে দুই ইজিবাইক চালককে অজ্ঞান করে তাঁদের ইজিবাইক নিয়ে পালিয়ে যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই ইজিবাইক চালক মারা যান। নিহত ইজিবাইক চালকেরা হলেন গোয়ালন্দ উপজেলার ইসমাইল শেখ (৪৫) ও কালুখালী উপজেলার সুজন পাঠান (২৪)। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানা ও কালুখালী থানায় নিহতদের পরিবারের পক্ষ থেকে দুটি হত্যা মামলা করা হয়।
মামলার পরিপ্রেক্ষিতে গতকাল জেলা পুলিশের একটি চৌকস দল সূত্রহীন এ ডাবল মার্ডারের রহস্য উদ্ঘাটন ও ঘটনার সঙ্গে জড়িত ৫ ব্যক্তিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন মো. আশিক ওরফে আকাশ মাতবর (১৯), মো. রবিন হোসেন (২২), মো. নিজাম উদ্দিন ওরফে সালমান (৩০), মো. আকরাম হোসেন (২৬) ও মো. সাদ্দাম হোসেন (২৬)। তাঁরা চালকদের অজ্ঞান করে ইজিবাইক চুরির কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।