Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

কেউ কেউ বৃষ্টির অপেক্ষায় অনেকের ভরসা সেচ

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

কেউ কেউ বৃষ্টির অপেক্ষায়  অনেকের ভরসা সেচ

রংপুরের বদরগঞ্জে কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় আমন রোপণ নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। অনেকে সেচ দিয়ে ধানের চারা রোপণ করছেন। আবার কেউ অপেক্ষা করছেন বৃষ্টির।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বদরগঞ্জে ১৯ হাজার ৬১০ হেক্টর জমিতে আমন রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। রোপণের উপযুক্ত সময় ১৫ জুলাই থেকে ১৫ আগস্ট। কিন্তু গত শুক্রবার পর্যন্ত এই উপজেলায় প্রায় ৪০০ হেক্টর জমিতে আমন রোপণ করা হয়েছে। এই ৪০০ হেক্টর জমি সেচযন্ত্রের পানিতে রোপণ করা হয়েছে।

উপজেলার আমরুল বাড়ি গ্রামের কৃষক ওয়াজেদ আলী বলেন, ‘আষাঢ় গেল ও শ্রাবণ মাসেরও অর্ধেক যাচ্ছে, তবু জমি কাদা করার মতো বৃষ্টি হচ্ছে না। দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম। কিন্তু তেমন বৃষ্টি হয়নি। ধান চাষ দেরি হয়ে যাচ্ছে, ধানের চারারও বয়স বেড়ে যাচ্ছে। বাধ্য হয়ে শ্যালোমেশিন লাগিয়ে জমিতে পানি তুলে ধান চাষ করছি। এতে খরচ কিছুটা বেড়ে যাচ্ছে।’

আমরুল বাড়ি গ্রামের আরেক কৃষক আখরুজ্জামান বলেন, ‘বৃষ্টি না হওয়ায় ৮ বিঘা জমিতে ধান লাগাতে পারছি না। চিন্তা করছি এখনো আমি আকাশের দিকে তাকিয়ে থাকব নাকি বৈদ্যুতিক মোটর চালু করব।’

উপজেলার বারবিঘা গ্রামের নাজমুল হুদা বলেন, ‘আমন চাষ সম্পূর্ণ বৃষ্টির ওপর নির্ভরশীল। কিন্তু এবার তেমন বৃষ্টির দেখা নেই। এক বিঘা জমিতে পানি তুলতে শ্যালোমেশিন মালিক নিচ্ছেন ৮০০ টাকা। বৃষ্টি না হলে বোরো ধানের মতো আমনে সেচ দিয়ে যেতে হবে। এতে আমনের খরচ বেড়ে যাবে।’

উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কনক চন্দ্র রায় জানান, আমন রোপণের উপযুক্ত সময় ১৫ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত। কিন্তু রোপণের অর্ধেক সময় চলে গেলেও কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা নেই।

উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম মোস্তফা মো. জোবাইদুর রহমান বলেন, ‘কৃষকদের বৃষ্টির অপেক্ষায় না থেকে সেচযন্ত্র চালু করে আমন রোপণের পরামর্শ দেওয়া হচ্ছে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ