ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
দেশে ‘শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ নামে নতুন আরেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আর এই বিশ্ববিদ্যালয়টি স্থাপন হবে ভৈরবের বাঁশগাড়ি গ্রামে। এমন খবর পাওয়ার পর থেকে ভৈরবের নানা শ্রেণি পেশার মানুষের মাঝে আনন্দের জোয়ার বইছে। বিশেষ করে বাঁশগাড়ি গ্রামের সাধারণ মানুষ বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরে খুবই খুশি। অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।
জানা গেছে, ভৈরব উপজেলার বাঁশগাড়ি গ্রামে ওই বিশ্ববিদ্যালয়টি অস্থায়ীভাবে স্থাপন ও পরিচালনার জন্য সাময়িক অনুমোদন দিয়ে একটি আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে গত ১৬ সেপ্টেম্বর পাঠানো চিঠি পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা ডা. এইচ বি এম ইকবাল। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সাবেক সাংসদ। বর্তমানে প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
চিঠিতে নতুন বিশ্ববিদ্যালয়টি পরিচালনার জন্য সাময়িক অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। ২৪টি শর্ত পালন সাপেক্ষে প্রস্তাবিত এই বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা ডা. এইচ বি এম ইকবাল জন্মভূমি ভৈরবের বাঁশগাড়িতে এরই মধ্যে জেড রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল অ্যান্ড কলেজ ও রয়েল ইউনিভার্সিটি স্থাপন করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন।
জেড রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক ফরিদুল হাসান টুটুলবলেন, ‘সংবাদটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। দেশে এই প্রথম গ্রাম পর্যায়ে একটি বিজ্ঞান ওপ্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। এ খবরে এলাকাবাসী খুশি।